স্বপ্নের পথচলায় স্কটল্যান্ডকেও হারাল নামিবিয়া

| বৃহস্পতিবার , ২৮ অক্টোবর, ২০২১ at ১০:৪২ পূর্বাহ্ণ

যেন রূপকথার নতুন নতুন গল্প লিখে চলেছে নামিবিয়া। একের পর এক গড়ছে ইতিহাস। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার খেলতে আসা দলটি আরও একবার উপহার দিল অসাধারণ পারফরম্যান্স। নেদারল্যান্ডস, আয়ারল্যান্ডের পর এবার তাদের কাছে ধরাশায়ী স্কটল্যান্ড। দুর্দান্ত বোলিংয়ে প্রতিপক্ষকে অল্প রানে আটকে ব্যাটসম্যানদের নৈপুণ্যে জয় দিয়ে আসরের মূল পর্ব শুরু করল তারা। আবু ধাবিতে গতকাল বুধবার স্কটিশদের বিপক্ষে নামিবিয়ার জয় ৪ উইকেটে। প্রতিপক্ষের দেওয়া ১১০ রানের লক্ষ্য তারা ছুঁয়ে ফেলে ৫ বল আগেই। খবর বিডিনিউজের। ২০০৩ ওয়ানডে বিশ্বকাপে ছয় ম্যাচ খেলে সবকটিই হেরেছিল নামিবিয়া। কিন্তু টি-টোয়েন্টির বৈশ্বিক টুর্নামেন্ট তাদের কাটছে স্বপ্নের মতো। সেই পথচলায় আসরে জিতল টানা তিন ম্যাচ। আইসিসির এই দুই সহযোগী দেশ এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে কেবল টি-টোয়েন্টিতেই। যেখানে তিনবারের দেখায়ই জিতেছে নামিবিয়া। এবার স্কটল্যান্ডকে হারানোর মূল নায়ক রুবেন ট্রাম্পেলমান। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ১৭ রানে ৩ উইকেট নিয়ে এই পেসারই ম্যাচের সেরা।

পূর্ববর্তী নিবন্ধফেসবুকে উসকানি ছড়াতেন আশিষ
পরবর্তী নিবন্ধজামিন পেলেন না শাহরুখপুত্র