স্বপ্নের ঠিকানায় ঠাঁই পাবে হতদরিদ্ররা

আজাদী ডেস্ক | শনিবার , ১৯ জুন, ২০২১ at ১০:৪৫ পূর্বাহ্ণ

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল রোববার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান (২য় পর্যায়) করবেন। এ উপলক্ষে দেশব্যাপী ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
খাগড়াছড়ি : খাগড়াছড়ি প্রতিনিধি জানান, গতকাল শুক্রবার সংবাদ সম্মেলন করেছে খাগড়াছড়ি জেলা প্রশাসন। জেলা প্রশাসন সার্কিট হাউস মিলনায়তনে এই সংবাদ সম্মেলন করেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। উল্লেখ্য, খাগড়াছড়ি পার্বত্য জেলার ৯ টি উপজেলার জন্য ৩৫৮৯ টি পরিবারের জন্য গৃহ নির্মাণের বরাদ্দ পাওয়া গেছে। প্রথম পর্যায়ে ২৬৮টি ঘর হস্তান্তর করা হয়েছে। আগামীকাল রোববার ১ হাজার ৯শ ৬৩ পরিবারকে ঘরের চাবি হস্তান্তর করা হবে। এর মধ্যে মহালছড়িতে ২২১ খাগড়াছড়ি সদর উপজেলায় ১৭৫, দীঘিনালায় ২৯১, পানছড়িতে ৩৭, রামগড়ে ৯১, গুইমারায় ১০৯, মাটিরাঙায় ১৯৩, মানিকছড়িতে ২৭৩ এবং লক্ষ্মীছড়িতে ৪১২ পরিবারের মাঝে নতুন ঘরের চাবি হস্তান্তর করা হবে। বাকি ১৩৫৮টি গৃহ নির্মাণের কাজ চলমান রয়েছে।
হাটহাজারী : হাটহাজারী প্রতিনিধি জানান, হাটহাজারীতে ঘর পাচ্ছে গৃহহীন ও ভূমিহীন ২৬ পরিবার। ইতোমধ্যে শেষ হয়েছে গৃহ নির্মাণ কাজ। এ উপলক্ষে গতকাল শুক্রবার হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়। বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন। মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন হাটহাজারী ও রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাইদুল ইসলাম, নিয়াজ মোরশেদ, গুমানমর্দন ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, সহকারী প্রকৌশলী আহসাসুল হক, ইউপি সচিব মো. আবু তৈয়ব প্রমুখ।

চকরিয়া : চকরিয়া প্রতিনিধি জানান, উপজেলায় দ্বিতীয় দফায় আরও ৩০০ গৃহহীন ও ভূমিহীন পরিবারকে দেওয়া হচ্ছে মুজিব জন্মশতবর্ষের উপহার জমিসহ নতুন বাড়ি। আগামীকাল রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে একযোগে বাড়ি হস্তান্তরের সময় চকরিয়ার ১৮টি ইউনিয়নের মধ্যে ১৫টি ইউনিয়নের গৃহহীন ও ভূমিহীন এসব পরিবারকে বুঝিয়ে দেওয়া হবে নতুন আবাস। এইদিন থেকে তারা মুজিব জন্মশতবর্ষের উপহারের নতুন বাড়িতে মাথা গোঁজার ঠাই পাবেন। এ উপলক্ষে চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তন মোহনায় সকাল ৯টায় বাড়িসহ যাবতীয় কাগজপত্র হস্তান্তর করার চূড়ান্ত প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে।
এ ব্যাপারে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজ দৈনিক আজাদীকে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু মুজিব জন্মশতবর্ষের উপহার হিসেবে দ্বিতীয় দফায় উপজেলার ১৫টি ইউনিয়নের ৩০০ গৃহহীন ও ভূমিহীন পরিবারকে নতুন বাড়ি হস্তান্তর করা হবে।
বোয়ালখালী : বোয়ালখালী প্রতিনিধি জানান, বোয়ালখালীতে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার জমি ও ঘর উপহার পাচ্ছেন ৪৭ পরিবার।
এ উপলক্ষে গতকাল শুক্রবার উপজেলা হল রুমে প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার এসব কথা বলেন। এসময় তিনি বলেন, সরকারি অর্থায়নে ১ম পর্যায়ে ২০টি, ২য় পর্যায়ে ২০ ও ব্যক্তিগত অর্থায়নে ৭টি ঘর তৈরি করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইসমাইল, মো. সিরাজুল ইসলাম, অধীর বড়ুয়া, মো. ফারুক ইসলাম মানিক, সৈয়দ মো. নজরুল ইসলাম, ইয়াছিন চৌধুরী, শাহ আলম বাবলু প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধঅসামাজিক কার্যকলাপ
পরবর্তী নিবন্ধবাদুরতলায় চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ১