পচা আলু বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে সুপারস্টোর ‘স্বপ্ন’ এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ফার্মভিলসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর। গতকাল সোমবার নগরীর আগ্রাবাদ ও খুলশী এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক নাসরিন আক্তার ও মো. আনিছুর রহমান ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. দিদার হোসেন এ অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, চট্টগ্রাম জেলা প্রশাসন ও মেট্রোপলিটন পুলিশের সহায়তায় নগরীর ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পচা আলু বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে স্বপ্ন আউটলেটকে ৩০ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ফার্মভিলকে ৫০ হাজার টাকা, মৌসুমি স্টোরের বিভিন্ন পণ্যে আমদানিকারকের স্টিকার না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদহীন পণ্যে নতুন করে স্টিকার লাগিয়ে বিক্রির দায়ে আগ্রাবাদের চৌমুহনী ও খুলশী থানা এলাকার আরো দুইটি মিষ্টির দোকানকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়।