স্বপ্নযাত্রী ফাউন্ডেশন আনোয়ারা উপজেলা শাখার সভা

| শনিবার , ২৭ ডিসেম্বর, ২০২৫ at ৭:০২ পূর্বাহ্ণ

মহান বিজয় দিবস উপলক্ষে স্বপ্নযাত্রী ফাউন্ডেশন আনোয়ারা উপজেলা শাখার উদ্যোগে আনোয়ারা উপজেলার মালঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিজেকেএস সাঁতার কমিটির যুগ্ম সম্পাদক ও আনোয়ারা উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য ইমরান এমি। স্বপ্নযাত্রী ফাউন্ডেশন আনোয়ারা উপজেলা শাখার সভাপতি ও হাইলধর ইউনিয়ন পরিষদের সদস্য কাজী আবু ফয়েজের সভাপতিত্বে ও মহানগর স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাফায়েত রায়হান সিহাবের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন মালঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন স্বপ্নযাত্রী ফাউন্ডেশন আনোয়ারা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আজিজ খান, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ খাঁন জুয়েল, অর্থ সম্পাদক হানিফ, সদস্য ইরফান আজাদ, এমদাদ, কলিম উদ্দিন, শহীদুল আলম, শাওন, মিনহাজ, সাওয়াল, রিমা, তানজিয়া প্রমুখ।

অনুষ্ঠান শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম-১৩ আসনে ইনসানিয়াত বিপ্লবের মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধকুসুমপুরায় আল-খিদমার ফ্রি চিকিৎসা সহায়তা