স্বপ্নযাত্রীর ‘পিতার জন্য পঙক্তিমালা’

আজাদী ডেস্ক | রবিবার , ২৭ আগস্ট, ২০২৩ at ৫:১২ পূর্বাহ্ণ

জাতীয় শোক দিবস উপলক্ষে স্বপ্নযাত্রী সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধুকে নিবেদিত অনুষ্ঠান ‘পিতার জন্য পঙক্তিমালা’ গতকাল সন্ধ্যা ৭টায় জেলা শিল্পকলা একাডেমির গ্যালারি হলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন লেখক ও স্বপ্নযাত্রীর সভাপতি আলী প্রয়াস। স্বাগত কথনে অংশ নেন রাজীব চক্রবর্তী।

ইয়াসির সিলমীর সঞ্চালনায় অতিথি ছিলেন চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি ফা্যাশন অ্যান্ড টেকনোলজির উপাচার্য প্রফেসর ড. ওবায়দুল করিম, প্রফেসর রীতা দত্ত, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক নাট্যজন সাইফুল আলম বাবু প্রমুখ।

আলোচকরা বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ একটি অপরটির পরিপূরক। হতাশার মাঝেও আশার আলো বঙ্গবন্ধু। অনুষ্ঠানের শুরুতে আলী প্রয়াসের রচনা ও স্নিগ্ধা বডুয়ার পরিচালনায় ‘মুজিব মানে স্বাধীনতা, মুজিব মানে বাংলাদেশ’ শীর্ষক বৃন্দ প্রযোজনা পরিবেশিত হয়। বৃন্দ ও এককে অংশগ্রহণ করেন ফারজানা রুমা, জীবন বড়ুয়া, সৌরভ শর্মা, ইনান ইলহাম, মুনমুন ভৌমিক, স্নিগ্ধা বড়ুয়া, সাআদ উদ্দি মাহ্‌দী, অবন্তিকা দাশ কুঞ্জ, হেলাল উদ্দীন, মৌমিতা দাশগুপ্ত অহনা ও তিথি দত্ত। স্বরচিত কবিতা পাঠ করেন কবি হোসাইন কবির ও কবি মুজিব রাহমান। কবিতা আবৃত্তি করেন পাতা দে বৃষ্টি, মৌসুমি চক্রবর্তী, ভুবন দাশ ত্রয়ী, মিনহাজুল ইসলাম রিপন ও মো. মোহাইমেনুল।

পূর্ববর্তী নিবন্ধডেঙ্গু প্রতিরোধে পাড়ায় মহল্লায় কমিটি গঠন করুন
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার শতাধিক জলাশয়ে অবমুক্ত করা হল ৩৪৩ পোনা