স্বপ্নযাত্রীর আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কথা ও গান নিয়ে ‘নজরুল সন্ধ্যা’ গতকাল সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির গ্যালারি হলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন লেখক আলী প্রয়াস। স্বাগত কথনে অংশ নেন স্নিগ্ধা বড়ুয়া।
শেখ শাহীন আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন কবি ও কথাসাহিত্যিক প্রফেসর ড. মোহীত উল আলম, নজরুল সংগীতশিল্পী সোমঋতা মল্লিক, কথাসাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার সাঈদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘর পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ বশির আহাম্মদ, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবুল হোসেন প্রমুখ। আলোচনা পর্ব শেষে নজরুল সংগীত পরিবেশন করেন সোমঋতা মল্লিক। আবৃত্তি করেন শামীমা ইয়াসমিন ও স্নিগ্ধা বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।












