পদ্ম পাতায় জল পড়েছে
রূপোর মতো ঝলমল,
খুকুমণি বায়না ধরে
গড়বে তাতে পায়ের মল।
পায়ে দিয়ে ঝুমঝুম করে
যাবে শ্বশুর বাড়ি,
শহর থেকে আনতে যাবে
দেশি তাঁতের শাড়ি।
ধর ধর ওই টলমল
রূপোর জল টা ধরি,
স্বর্ণকারের কাছে গিয়ে
মল টি আগে গড়ি।
শাড়ি পরে, নূপুর পায়ে
হবে যে নাচ –গান,
রাগ –লহরী, গজল ঠুংরি
তানপুরায় দে টান।