স্বপ্নবাজ মানবিক চেতনার মানুষের প্রস্থান

জিয়া হাবীব আহসান | শনিবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:২৭ পূর্বাহ্ণ

একজন স্বপ্নবাজ মানুষের আকস্মিক প্রস্থানের সংবাদে হৃদয়টা হাহাকার করে উঠলো। বাসভবনে ছুটে গিয়ে দেখলাম তিনি আর নেই। তিনি আর কেউ নন, আমাদের প্রিয় ভাই চট্টগ্রামের সাংবাদিক, সংগঠক, মানবিক চেতনার মানুষ, কিডনি রোগী কল্যাণ সংস্থার অন্যতম উদ্যোক্তা, সিএমইউজের সাবেক অর্থ সম্পাদক, এড ব্যাংকের স্বত্বাধিকারী এস এম জাহেদুল হক। একজন নিঃস্বার্থ ত্যাগী, নিরলস সৎ মানবিক চেতনার মানুষ ও সংগঠক হিসেবে তাঁর খ্যাতি ও সুনাম রয়েছে। তিনি একজন কিডনি ট্রান্সপারেন্ট রোগী হওয়া সত্ত্বেও দিনরাত দরিদ্র কিডনি রোগীদের সেবায় সময় অতিবাহিত করে যান।

জীবদ্দশায় জাহিদুল হক কিডনি রোগীদের পাশে দাঁড়িয়েছিলেন একাগ্র চিত্তে এবং অসহায় কিডনি রোগীদের কল্যাণের জন্য প্রতিষ্ঠা করেছিলেন কিডনি রোগী কল্যাণ সংস্থা। তাঁর প্রতিষ্ঠিত কিডনি রোগী কল্যাণ সংস্থায় ইতিমধ্যে যোগ দিয়েছেন সমাজের নানা স্তরের গুণী। মৃত্যুর আগের দিনও তিনি বিশ্ব কিডনি দিবস ও তাঁর সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকীর ভেন্যু নিয়ে কথা বলেছেন পরামর্শ করেছেন। কিছুদিন আগেও প্রস্তুতি সভায় বলছিলেন কিডনি ট্রান্সপারেন্ট রোগীরা ৮/১০ বছর বাঁচে, আমার আট বছর হয়ে গেছে। আপনারা যোগ্য নেতৃত্ব সৃষ্টি করতে হবে যাতে এসংগঠন সাফল্যের মুখ দেখে। আমরা তাঁর মাঝে একটা অস্থিরতা দেখছিলাম, কিভাবে দরিদ্র কিডনি রোগীদের জন্যে একটি ১০০ শয্যার ডায়ালাসিস সেন্টার চালু করে দেয়া যায়। দেখে যাওয়ার খুব সাধ ছিল। বিভিন্ন সময় তিনি আমাকে নিয়ে বিভিন্ন ডোনারদের সাথে দেখা করতেন। তিনি দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেককে সাথে পেয়ে খুব আশ্বস্ত হন যে তিনি সফল হবেন। আজাদী পরিবার তাঁর স্বপ্ন বাস্তবায়নে আন্তরিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক নিঃস্বার্থ মানুষটির জন্যে সম্মানী নির্ধারণের প্রস্তাব দেন, কিন্তু তা বাস্তবায়নের আগেই চলে গেলেন। বিশেষ করে কিডনি রোগী কল্যাণ সংস্থার অফিস কম্পিউটারাইজ করে দেয়া ও এ প্রতিষ্ঠানে যারা দান করবেন ঐ দানের টাকা করমুক্ত করে দেয়ার পদক্ষেপ গ্রহণ করা। আমি পাঁচ মানব দরদী সহযোদ্ধাকে নিয়ে কম্পিউটারাইজড অফিস করে দিয়েছি যা উদ্বোধনের জন্যে তিনি গত সপ্তাহে সময় চাইেল আমি দিতে পারিনি। পরের শনিবার তা উদ্বোধন এর কথা। সেটি আর হলো না। তিনি চলে গেলেন আর রেখে গেলেন আরদ্ধ কাজ একটি স্বপ্ন, একটি কিডনি হাসপাতাল।

লেখক : মানবাধিকার ও সুশাসন কর্মী এবং কিডনি রোগী কল্যাণ সংস্থার আজীবন সদস্য

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে চৌধুরীপাড়া জামে মসজিদের উদ্বোধন
পরবর্তী নিবন্ধবেদৌরা আলম চৌধুরী