লায়ন্স ক্লাব অব চিটাগাং মহানগরের উদ্যোগে নগরীর টাইগারপাস রেলওয়ে কলোনী এলাকায় স্বপ্নবাগিচা বিদ্যা নিকেতনের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষাসামগ্রী ও উন্নতমানের খাদ্য বিতরণ কর্মসূচি গত ২৯ অক্টোবর স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট লায়ন পার্থ ভট্টাচার্য্য। স্বপ্নবাগিচা বিদ্যা নিকেতন পরিচালনা কমিটির অর্থ সম্পাদক সানি চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুল কমিটির প্রধান সমন্বয়ক মো. জাহেদ। বক্তব্য রাখেন জিএমটি ডিস্ট্রিক্ট কো–অর্ডিনেটর লায়ন অশেষ কুমার উকিল, রিজিওন চেয়ারপার্সন লায়ন অঞ্জন শেখর দাশ, জোন চেয়ারপার্সন লায়ন মো. ওহিদুল ইসলাম সিকদার, জোন চেয়ারপার্সন লায়ন পরেশ কুমার চৌধুরী, প্রাক্তন সভাপতি লায়ন অনুপ সেন, ক্লাব সেক্রেটারি লায়ন শিমুল নন্দী। উপস্থিত ছিলেন লায়ন মো. কামরুল হুদা চৌধুরী, লায়ন মো. মোজাম্মেল হক চৌধুরীসহ অন্যান্য লায়ন নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ইংরেজিতে ভালো কথা বলা প্রতিযোগিতায় বিভিন্ন শ্রেণী থেকে ৮ জন বিজয়ীকে পুরস্কার প্রদান এবং ১৮০ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ ও উন্নতমানের খাদ্য বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












