স্বপ্নছায়া

রূপক কুমার রক্ষিত

| বৃহস্পতিবার , ২৭ জুন, ২০২৪ at ৫:১০ পূর্বাহ্ণ

যেটুকু বোধ, যে টুকু শক্তি,

তাই নিয়েই আলোছায়ায় আচ্ছন্ন

হয়ে আছে স্বপ্নের মায়াকোষ।

এই একটি জীবন, মানুষকে নিয়ে যায়

যেখানে সত্যমিথ্যার পিঠে

জেগে উঠে কেবল আফসোস।

এ প্রলাপ নয়, বেদনার সংলাপ,

বেঁচে থাকার শর্ত ধ্বনিত হয়

উপলব্ধির আতুরঘরে।

দিনশেষে আকাশের মতই

মেঘের চাদরে একাকীত্ব ঢেকে,

ঘুরে বেড়ানো সমগ্র আকাশজুড়ে।

না বুঝতে পারার সব অপরাধ

করজোড়ে আশ্রয় নেয়,

বুঝাতে না পরার ক্লান্ত কোরিডোরে।

অভিযোগহীন! জীবনের অভিলাষ যদি

দুর্ধর্ষ মহার্ঘ স্পর্শে নিরাধার

বিলাস হয়, হোক ভ্রান্তির ঘোরে।

অভিমানে জমে উঠা জটিলতার

বিদীর্ণ কষাঘাতে, বিদ্বেষী হতাশা

গড়াবে না কোনও দুরাশার দেশে।

অজস্র ক্ষতি সামলে নিয়ে,

নির্বিকার একা, নিস্তেজ অন্ধকারে

লালিত স্বপ্নের ছায়া ঘেঁষে।

পূর্ববর্তী নিবন্ধসুখ
পরবর্তী নিবন্ধরাগলে তবে আগলে রেখো