স্বপ্নছবি

প্রতিমা দাশ | বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর, ২০২৪ at ৭:৫৬ পূর্বাহ্ণ

দহনে পুড়েছিলো সেইদিন তোমার শহর

আমের মুকুলে আর রঙ আসেনি

বেলীফুল শুকিয়ে গেছে খোঁপায়

ক্ষণযৌবনা বর্ষায়,

জানি আমার মিটবে না স্বাদ।

খুঁজে ফিরি তোমায়

আঙুলের ডগার জল বিন্দুতে

খেলবে বিমূর্ত পৃথিবী

সেইদিন মন ভরে তুলে নেব

স্বপ্নের রংছবি।

পূর্ববর্তী নিবন্ধঅন্ধকারের কাফেলা
পরবর্তী নিবন্ধআয়না