‘স্বপ্নচাষি’তে উঠে এসেছে হিরোইজমের গল্প

আহমেদ কুতুবের বইয়ের পাঠ উন্মোচনে এমপি রুহেল

| রবিবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:১১ পূর্বাহ্ণ

সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেল বলেছেন, ‘স্বপ্নচাষি’ বইয়ে হিরোইজমের গল্পের কথা উঠে এসেছে। সমাজে অনেক মানুষ আছে নীরবে অনেক ভালো কাজ করে যাচ্ছেন। তাদের কথা সবার সামনে খুব একটা উঠে আসে না। এ বইয়ে সেই রকম ৩০ জন হিরোর গল্প উঠে এসেছে। ‘স্বপ্নচাষি’ বইটি হাতে নিয়ে আমার কক্সবাজারের একটি মেয়ের কথা মনে পড়ে গেল। সার্ফিং করতে ওই মেয়েটি খুবই পছন্দ করতেন এবং পুরষদের থেকেও ভালো সার্ফিং করতেন। একদিন ওই মেয়েকে জোর করে বিয়ে দিয়ে দেওয়া হয়। সার্ফিং করে বলে মেয়েটির বিয়ে ভেঙে যায়। ওই মেয়েটির গল্প নিয়ে আমি ‘নডরাই’ সিনেমা করেছি। নারী মুক্তির গল্প ছিল এটি। এ রকম সংগ্রামী মানুষের ৩০টি গল্প এ বইয়ে রয়েছে। সমাজে যারা নিজেরা উদ্যোক্তা হতে চান, স্বপ্নবান মানুষ হতে চান তাদের এ বইটি পড়া উচিত।

গতকাল শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান মিলনায়তনে লেখকসাংবাদিক আহমেদ কুতুবের ‘স্বপ্নচাষি’ বইয়ের পাঠ উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিকের সভাপতিত্বে সুচনা বক্তব্য দেন জিটিভি চট্টগ্রামের ব্যুরো প্রধান অনিন্দ্য টিটো। পূর্বদেশের বার্তা সম্পাদক আবু মোশাররফ রাসেলের সঞ্চালনায় পাঠ উন্মোচন অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহউদ্দিন মো. রেজা ও সিনিয়র সহসভাপতি চৌধুরী ফরিদ।

বক্তব্য রাখেন বিএফইউজের সাবেক যুগ্ম মহাসচিব আসিফ সিরাজ, বিএফইউজের নির্বাহী কমিটির সদস্য আজহার মাহমুদ, শিক্ষাবিদ ড. ইদ্রিস আলী, মুক্তিযুদ্ধ গবেষক মুহাম্মদ শামসুল হক, ন্যাপ চট্টগ্রামের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মিটুল দাশগুপ্ত, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সালাহউদ্দিন, পাঁচলাইশ থানা কৃষি কর্মকর্তা রোজিনা আক্তার, মহানগর ছাত্রলীগের সহসভাপতি আবু মোহাম্মদ আরিফ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফার্নিচার শ্রমিকদের জন্য চিকিৎসা ক্যাম্প
পরবর্তী নিবন্ধশীতলপুর উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা