স্বপন কুমার বড়ুয়ার ৪টি গ্রন্থের প্রকাশনা উৎসব

| রবিবার , ১০ আগস্ট, ২০২৫ at ১১:৫৫ পূর্বাহ্ণ

বলাকা প্রকাশনার উদ্যোগে কবি ও প্রাবন্ধিক স্বপন কুমার বড়ুয়ার ৪টি গ্রন্থ যথাক্রমে কাব্যগ্রন্থ আমার যত ঋণ, গল্পগ্রন্থ রাজটিকা বদল, নাট্যগুচ্ছ নাট্যষষ্ঠী এবং প্রবন্ধ ক্যালেন্ডারঃ মননশীলতার অনরূপ আরেক বাহন, গ্রন্থের প্রকাশনা উৎসব গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। গ্রন্থের উপর আলোচনা সভা লেখকের অগ্রজ রম্যসাহিত্যিক সত্যব্রত বড়ুয়া স্মরণে উৎসর্গিত অনুষ্ঠান ফুলকি এ. কে.খান স্মৃতি মিলনায়তনে গবেষক জামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উদ্ধেধক ছিলেন প্রাক্তন জেলা গর্ভনর লায়ন রুপম কিশোর বড়ুয়া। আলোচক ছিলেন কবি ও সাংবাদিক আবুল মোমেন, সরকারি চারুকলা কলেজের সাবেক অধ্যক্ষ রীতা দত্ত, কবি ও নাট্যব্যক্তিত্ব সঞ্জীব বড়ুয়া, দৈনিক আজাদীর সিনিয়র সহযোগী সম্পাদক কবি, শিশু সাহিত্যিক রাশেদ রউফ। স্বাগত বক্তব্য রাখবেন প্রাবন্ধিক অধ্যক্ষ শিমুল বড়ুয়া। উদ্ভোধনী সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীতশিল্পী শাওন প্রিয়া চৌধুরী। প্রকাশিত কাব্যগ্রন্থ থেকে আবৃত্তি করেন বাচিকশিল্পী প্রিয়াল মূৎসূদ্দী। লেখকের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন প্রিতা বড়ুয়া। অনুষ্ঠান উপস্থাপনা করেন শেখর বড়ুয়া। কবি ও সাংবাদিক আবুল মোমেন বলেন, ক্যালেন্ডার রাখার সুযোগ দিন দিন কমে যাচ্ছে। নানান ব্যবসায়িক চিন্তায় ক্যালেন্ডার প্রকাশ বন্ধ হয়ে যাচ্ছে। ক্যালেন্ডারের মাধ্যমে ইতিহাস, সাহিত্য, মুক্তিযুদ্ধ, প্রকৃতি সম্পর্কে জানা যায়। লায়ন রুপম কিশোর বড়ুয়া বলেন,স্বপন বড়ুয়া অবসরকালীন সময়ে নিয়মিত লিখছেন যার লেখা পড়ে সকলেই ঋদ্ধ হবেন। তিনি আরো বলেন, আমাদের নতুন প্রজন্ম বইপড়া ভুলে যাচ্ছে, মোবাইল ও নানা ডিভাইসে আসক্ত। তাদের বই পড়ায় উৎসাহী করতে হবে।

অধ্যক্ষ রীতা দত্ত বলেন, লেখক স্বপন কুমার বড়ুয়া তার রাজটিকায় ৪টি গল্পের মধ্যে ৩ টি গল্পই মহান মুক্তিযুদ্ধ নিয়েই। আমাদের স্বাধীনতা অর্জনের জন্য প্রথম আঘাত আমাদের ভাষা আন্দোলন মহান একুশে ফেব্রুয়ারি। তিনি ইতিহাসের নানা প্রেক্ষাপট চমৎকারভাবে তুলে ধরেন। তিনি অত্যন্ত সহজ এবং বাস্তব জীবনের নানা বিষয় তুলে ধরেছেন। পারিবারিক অভাববোধে কিভাবে দেশপ্রেম, সমাজসেবা ও মানবিকতা চাপা পড়ে যায় তা এ গল্পগ্রন্থের চমৎকার ফুটিয়ে তুলেছেন লেখক স্বপন কুমার বড়ুয়া। নাট্যজন অধ্যাপক সনজীব বড়ুয়া বলেন, লেখকের পুরো পরিবার শিক্ষা, সাহিত্যসংস্কৃতি, নাটক সৃজনশীল নানা কাজে তাদের পরিবার পুরোপুরি যুক্ত ছিলেন। এ নাট্যগ্রন্থের প্রয়াত রম্যসাহিত্যিক সত্যব্রত বড়ুয়ার জীবন কর্ম তুলে ধরে তাঁকে উৎসর্গিত করেছেন। সাংবাদিক রাশেদ রউফ বলেন,একজন লেখকের ৪ টা বই একসাথে প্রকাশিত হওয়া খুবই বিরল। তার লেখার স্বাধীনতা পুর্ব থেকে শুরু করে সমসাময়িক বিষয়ে ছন্দে ও গদ্যে তুলে ধরেছেন। উপমা ব্যবহার, প্রকৃতি নিয়ে, মুক্তিযুদ্ধ নিয়ে কবিতা লিখেছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধধানের শীষ বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির প্রতীক
পরবর্তী নিবন্ধনারীরা দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন : আবিদা মোস্তফা