স্বনির্ভর নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে : মোশাররফ

মীরসরাইয়ে ৩৫০ গুণীজনকে সংবর্ধনা

মীরসরাই প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৫ মার্চ, ২০২১ at ৮:২৬ পূর্বাহ্ণ

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেন, এই মীরসরাইয়ে একজন মানুষও কর্মহীন থাকবে না। মীরসরাই উপজেলায় আরো অনেকগুলো সেচ প্রকল্প শীঘ্রই বাস্তবায়ন হবে। এক খন্ড জমিও অনাবাদি থাকবে না। তিনি সবাইকে মাদকমুক্ত স্বনির্ভর নাগরিক হিসেবে নিজেদের আগামীর মীরসরাইয়ের যোগ্য হয়ে গড়ে তোলার আহ্বান জানান।
গতকাল বুধবার মীরসরাই উপজেলার বাইয়াহাট কলেজ মাঠে ২নং হিঙ্গুলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোনা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মুজিববর্ষ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ ও প্রবীণ মুক্তিযোদ্ধা এবং এলাকার বিভিন্ন পর্যায়ের ৩৫০ জন গুণীজনকে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোশাররফ উপরোক্ত মন্তব্য করেন। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মীরসরাই উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী। অতিথি ছিলেন শাখাওয়াত উল্লাহ রিপন, গিয়াস উদ্দিন, এনায়েত হোসেন নয়ন, নাছির উদ্দিন হারুন, এমরান উদ্দিন, কামরুল হায়দার চৌধুরী, নুরুল মোস্তফা, রেজাউল করিম খোকন, সুলতান গিয়াস উদ্দিন জসিম, শেখ সেলিম, মেজবাহ উল আলম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা. দাউদুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় চালক-হেলপার নিহত
পরবর্তী নিবন্ধখাইরুল ইসলাম বিএইচবিএফসির নতুন মহাব্যবস্থাপক