স্বনামে ঝিলিকের গান

| শুক্রবার , ১২ জানুয়ারি, ২০২৪ at ৪:১৫ পূর্বাহ্ণ

নতুন প্রজন্মের কণ্ঠশিল্পী জানিতা আহমেদ ঝিলিক। স্বনামে অর্থাৎ, ‘ঝিলিক’ শিরোনামে নতুন গানে কণ্ঠ দিলেন তিনি। গানটি লিখেছেন জামাল হোসেন। সুর করেছেন মিলন মোহাম্মদ। এর সংগীত আয়োজন করেছেন সজীব দাস। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। গানটি প্রসঙ্গে ঝিলিক বলেন, নিজের নামে গান করার কথা কখনো ভাবিনি। জামাল ভাই একদিন ফোনে বললেন, আমার নামে একটা গান লিখেছেন। এরপর মিলন আমাকে সুরটা পাঠিয়ে দিল।

শুনে দারুণ লাগল। গানের কথাগুলো এমন, সুরের জাদুতে চোখের মায়াতে করেছি উতলা আমি দিগ্‌িবদিক/ সবাই আমার পিছে ঘোরে আমি সবার আগে/ কোথাও পড়ে যায় হিড়িক/ আমি ঝিলিক। গানটি সবার ভালো লাগবে বলে আশা করছি।

গীতিকার জামাল হোসেন বলেন, ঝিলিককে আমরা রঙ্গন মিউজিক পরিবারের সদস্য মনে করি। অনেক গান করেছি তার। হঠাৎ করেই মনে হলো, ঝিলিক শিরোনামেই হতে পারে ঝিলিকের নতুন গান। সেই ভাবনা থেকেই গানের জন্ম। মিলন মোহাম্মদের সুরটাও পারফেক্ট মনে হয়েছে গানটির জন্য। আমার বিশ্বাস শ্রোতাদেরও ভালো লাগবে। জানা গেছে, গতকাল রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গানটি। গাওয়ার পাশাপাশি গানটিতে মডেলিংও করেছেন ঝিলিক, তার সঙ্গে আছেন সিয়াম মৃধা।

পূর্ববর্তী নিবন্ধরহস্য সমাধানের মিশনে ঋতুপর্ণা!
পরবর্তী নিবন্ধপ্রেমের পর পারিবারিক সিদ্ধান্তে বিয়ের পিঁড়িতে মৌসুমী হামিদ