‘অপসংস্কৃতির যুগে দেশীয় সংস্কৃতির চর্চায়’– শ্লোগানকে সামনে রেখে পথ চলা স্বদেশ আবত্তি সংসঠনের তত্ত্ববধানের স্বদেশ সাংস্কৃতিক বিদ্যালয়ে প্রমিত উচ্চারণ, মুখের জড়তা দূরীকরণ, গল্পবলা, আবৃত্তি, উপস্থাপনা, সংবাদ পাঠ বিষয়ে ভর্তি চলছে।
এছাড়া চিত্রাঙ্কণ, নৃত্য ও সঙ্গীত বিভাগে ভর্তি চলছে। বড় ও ছোটদের ৫ মাসব্যাপী আবৃত্তি কর্মশালার ক্লাস শুরু হবে আগামি ১১ আগস্ট (শুক্রবার) সকাল সাড়ে ৯ টা থেকে ১২টা এবং বিকাল ৩ টা থেকে ৭টা। প্রেস বিজ্ঞপ্তি।