ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল–৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোট করার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের সাবেক নেতা আবদুল লতিফ সিদ্দিকী। গত শুক্রবার সন্ধ্যায় কালিহাতী উপজেলায় নিজ বাসভবনে মতবিনিময় সভায় এ ঘোষণা দেন তিনি। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠন লতিফ সিদ্দিকী সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ছিলেন। খবর বিডিনিউজের।
লতিফ সিদ্দিকী বলেন, কয়েকদিন ধরে দ্বিধা–দ্বন্দ্বে ছিলাম, নির্বাচনে অংশ নেব কি নেব না। আমি সবসময় জনগণের মতামত ও জনরায়কে প্রাধান্য দিয়ে রাজনীতি করি। কর্মী–সমর্থক এবং এলাকার সাধারণ মানুষের অনুরোধের প্রতি সম্মান জানিয়ে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি মনে করেছি, দেশে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে। তাই নির্বাচনের ঘোষণা দিলাম। আগামী রোববার (আজ) মনোনয়নপত্র সংগ্রহ করব এবং সোমবার জমা দেব। তারপর গণসংযোগে নামব।












