স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলে লড়বেন উমামা-সাদী

ডাকসু নির্বাচন

| শুক্রবার , ২২ আগস্ট, ২০২৫ at ৭:১৩ পূর্বাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেল। এ প্যানেল থেকে সহসভাপতি (ভিপি) পদে লড়বেন জুলাই আন্দোলনের সামনের সারির নেতা উমামা ফাতেমা। আর সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়বেন আল সাদী ভূঁইয়া, যিনি একসময় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ছিলেন। গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আনুষ্ঠানিকভাবে এ প্যানেল ঘোষণা করা হয়। খবর বিডিনিউজের।

প্রার্থীদের নাম ঘোষণা করেন এ প্যানেলের সংবাদমাধ্যম সমন্বয়কের দায়িত্বে থাকা রাফিজ খান। এ প্যানেল থেকে সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রার্থী হয়েছেন জাহেদ হোসেন। তিনি সমাজবিজ্ঞান বিভাগের ২০১৮২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

ভিপি প্রার্থী হওয়া উমামা এক সময় ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিবের দায়িত্বে ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দায়িত্ব পালন করেন মুখপাত্র হিসেবে। গত জুনের শেষদিকে ফেসবুকে নানা অভিযোগ তুলে তিনি সংগঠন থেকে সরে দাঁড়ান। এখন ফিরলেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী হিসেবে।

প্যানেল ঘোষণার পর উমামা ফাতেমা বলেন, বাংলাদেশকে এখনও অনেক দূর হাঁটতে হবে। আমাদের সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি। ডাকসু নির্বাচনের মধ্যে দিয়ে আমরা সেই আকাঙ্ক্ষার দিকে এগিয়ে যাব।

পূর্ববর্তী নিবন্ধরোগ নির্ণয়ে সর্বপ্রথম এআইভিত্তিক এন্ডোস্কোপি সিস্টেমের সংযোজন
পরবর্তী নিবন্ধকক্সবাজার যাওয়ার পথে দুর্ঘটনার কবলে দুটি পাজেরো