স্বতন্ত্র প্রার্থী ধর্মজ্যোতি চাকমার ব্যাংকে কোনো টাকা নেই

খাগড়াছড়ি আসন

খাগড়াছড়ি প্রতিনিধি | বুধবার , ৭ জানুয়ারি, ২০২৬ at ৫:৪৩ পূর্বাহ্ণ

খাগড়াছড়ি সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ধর্মজ্যোতি চাকমা। হলফনামায় দেয়া তথ্য অনুযায়ী, ধর্মজ্যোতি চাকমার শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস।

জেলার দীঘিনালার বাঘাইছড়িমুখ এলাকার বাসিন্দা ধর্মজ্যোতি এর আগে দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। এবারই প্রথম তিনি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিভিন্ন সময় তার বিরুদ্ধে তিনটি মামলা হলেও দুইটিতে তিনি অব্যাহতি পেয়েছেন।

হলফনামা সূত্রে জানা যায়, ব্যবসা থেকে ধর্মজ্যোতির বার্ষিক আয় ৩ লাখ টাকা। তার কাছে নগদ অর্থের পরিমাণ ১৪ লাখ ৯০ হাজার টাকা। তবে কোনো তফসিলে তার গচ্ছিত অর্থ নেই। সঞ্চয়পত্র বা শেয়ার এবং বন্ডও নেই। স্ত্রী ও সন্তানদের নামেও কোন সম্পত্তি নেই বলে হলফমানায় উল্লেখ করেছেন তিনি। নেই সোনা বা অন্যান্য মূল্যবান ধাতু।

পূর্ববর্তী নিবন্ধনবীন প্রকৌশলীরা প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে নেতৃত্ব দেবে
পরবর্তী নিবন্ধদক্ষিণ হাসিমপুর বিজয়ারাম বিহারে রেবতপ্রিয় মহাস্থবিরের অন্ত্যেষ্টিক্রিয়া