স্বচ্ছতা দক্ষতায় ও ঝুঁকিমুক্ত পরিবেশ নিশ্চিতে মানব সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়

জেএসইউএসের বাৎসরিক কর্মী সম্মেলন | সোমবার , ২৯ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:১০ পূর্বাহ্ণ

দীর্ঘ তিন দশকের কাছাকাছি সময় ধরে যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা (জেএসইউএস) চট্টগ্রামসহ আশ পাশের অঞ্চলে অত্যন্ত দৃঢ় প্রত্যয় নিয়ে মানব উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। দীর্ঘ সময়ের এই যাত্রায় কর্মীদের মধ্যে স্বচ্ছতা, জবাবদিহীতা, দক্ষতা ও নিরাপদ ঝুঁকিমুক্ত পরিবেশ নিশ্চিতের মাধ্যমে বৈষম্যহীন মানব সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। সংস্থার প্রকল্পভিত্তিক কার্যক্রমের সাথে সরকারি বেসরকারি অংশীজনদের মধ্যে পরিচিতি ও মানসম্মত কাজ করতে গিয়ে ভিন্ন একটা বৈশিষ্ট্য তৈরি করতে সমর্থ হয়েছে। এতে করে কার্যক্রমে সৃজনশীল গতিশীলতা ও বাস্তবসম্মত সাংস্কৃতিক উত্তরণ ঘটাতে সমর্থ হয়েছে।যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা বাঁশখালী গুণাগরী জেএসইউএসআরডিটিসিতে দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে সংস্থার সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা উপরোক্ত অভিমত জানান। বক্তব্য রাখেন সংস্থার নির্বাহী পরিচালক ইয়াসমীন পারভীন। সংস্থার ব্যবস্থাপনা উপদেষ্টা কবিও শিশুসাহিত্যিক সাঈদুল আরেফীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্থার সহকারী মো. শহীদুল ইসলাম, মো. আরিফুল ইসলাম, শারমীন পারভীন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় দুর্গাপূজার ১০ মণ্ডপে অর্থ প্রদান
পরবর্তী নিবন্ধদক্ষিণ জেলা বিএনপি নেতৃবৃন্দের সাথে পূজা উদযাপন পরিষদের মতবিনিময়