স্বকাল শিশুসাহিত্য পুরস্কারের জন্য বই আহ্বান

| শনিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:৩৬ পূর্বাহ্ণ

স্বকাল শিশুসাহিত্য সংসদ প্রবর্তিত স্বকাল শিশুসাহিত্য পুরস্কার ২০২০-২০২১ দুই বছর একসাথে প্রদানের জন্য চট্টগ্রামের লেখকদের কাছ বই আহ্বান করা হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে মোমিন রোড কদম মোবারক বাইলেইনস্থ আইকো প্রকাশনা প্রতিষ্ঠানে (দৈনিক পূর্বদেশের নিচে ২য় তলায়) ৪ কপি বই জমা দেওয়ার অনুরোধ জানিয়েছে স্বকাল শিশুসাহিত্য সংসদ কর্তৃপক্ষ। উল্লেখ্য, ২০২০-২০২১ দুই বছরের জন্যে গদ্য ও পদ্য বিভাগে দুইজন করে মোট চারজনকে এ পুরস্কার প্রদান করা হবে। পুরস্কার হিসেবে প্রতিজনকে একটি ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ প্রদান করা হবে। এ উপলক্ষে প্রস্তুতি সভা সম্প্রতি আইকো কার্যালয়ে স্বকাল পরিচালক কবি অরুণ শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন, শিশুসাহিত্যিক রাশেদ রউফ, কবি আজিজ রাহমান, কবি রহমান হাবীব, গল্পকার ইফতেখার মারুফ, গল্পকার মিলন বনিক, কবি অমিত বড়ুয়া, কবি আবুল কালাম বেলাল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপার্বত্যবাসীর উন্নয়নে আ. লীগ সরকার বদ্ধপরিকর
পরবর্তী নিবন্ধএম এ মালেকের একুশে পদক লাভ তাঁর সৎ সাংবাদিকতার স্বীকৃতি