সীতাকুণ্ডে মহসিন ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশন আয়োজিত স্পোকেন ইংলিশ কোর্সের সমাপনী অনুষ্ঠান গতকাল মঙ্গলবার উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন আফরোজা হক। শেষে শিক্ষার্থীদের মাঝে প্রশংসাপত্র বিতরণ করা হয়। গত ১৮ মে উপজেলা পরিষদের সহায়তায় কোর্সটি শুরু হয়। কোর্স পরিচালনা করেন টেন মিনিট স্কুলের প্রধান প্রশিক্ষক মুনজেরিন শহীদ। উপজেলার প্রায় ১৪৫টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ এর প্রশিক্ষণ দেওয়া হয়। ভবিষ্যৎ প্রজন্মকে ইংরেজিতে কথা বলায় দক্ষ করে তোলার লক্ষ্যে এই কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে অনলাইনের মাধ্যমে উপস্থিত ছিলেন আয়মান সাদিক, টেন মিনিট স্কুলের প্রধান নির্বাহী এবং মুনজেরিন শহীদ। তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক–উপদেশমূলক বক্তব্য রাখেন।বক্তব্য রাখেন ডক্টর আহমেদ আরমান সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম রহমান চৌধুরী, উপজেলা আইসিটি অফিসার আব্দুর রহিম। প্রেস বিজ্ঞপ্তি।












