স্পেশাল পিপি হিসেবে নিয়োগ পেলেন জিকো বড়ুয়া

| শনিবার , ৩১ ডিসেম্বর, ২০২২ at ৫:৪২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম আদালতের আইনজীবী জিকো বড়ুয়া চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল৩’র স্পেশাল পাবলিক প্রসিকিউটর নিযুক্ত হয়েছেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সমপ্রতি এই নিয়োগ প্রদান করে। এর আগে তিনি জেলা দ্রুত বিচার আদালতের এপিপি হিসেবে দায়িত্ব পালন করেন।

অ্যাডভোকেট জিকো বড়ুয়া চট্টগ্রামের পটিয়ার বরলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মুকুন্দ বিহারী বড়ুয়ার নাতি এবং বরলিয়া ইউনিয়ন ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জীবক বড়ুয়ার প্রথম পুত্র। অ্যাডভোকেট জিকো বড়ুয়া খ্যাতনামা ল’ ফার্ম ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া অ্যান্ড অ্যাসোসিয়েটস্‌’র সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবোধনের জাগো সুন্দর
পরবর্তী নিবন্ধবাম গণতান্ত্রিক জোটের সমাবেশ-মিছিল