‘স্পেশাল’ কর্মচারী সরকারি ওষুধ নিয়ে যাচ্ছিল বাইরে

চমেক হাসপাতাল

আজাদী প্রতিবেদন | সোমবার , ১০ এপ্রিল, ২০২৩ at ৫:২২ পূর্বাহ্ণ

হাসপাতালের ওয়ার্ড থেকে সরকারি ওষুধ বাইরে নিয়ে যাওয়ার সময় মো. সাদ্দাম হোসেন (৩৩) নামে এক কর্মচারীকে হাতেনাতে আটক করেছে পুলিশ। গতকাল সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে তাকে আটক করেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির সদস্যরা। তবে সাদ্দাম সরকারি ও আউটসোর্র্সিংয়ের আওতায় নিয়োগ পাওয়া কর্মচারী নয় জানিয়ে পুলিশ বলছে, সে ‘স্পেশাল’ হিসেবে হাসপাতালের ১৩ নম্বর মেডিসিন ওয়ার্ডে কর্মরত।

হাসপাতাল সংশ্লিষ্টরা জানান, হাসপাতালে স্পেশাল কর্মচারী বলতে বিনা বেতনে নিয়োজিতদের গণ্য করা হয়। ওয়ার্ডে ওয়ার্ডে এ রকম স্পেশাল আয়া, ওয়ার্ডবয় অনেক রয়েছে। এ রকম স্পেশালদের বিদায় করে দেয়ার চেষ্টা অব্যাহত রয়েছে বলে দাবি প্রশাসনের।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল ইসলাম আশেক বলেন, সরকারি ওষুধ বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল সে। আমরা খবর পেয়ে তাকে ধরে তল্লাশি চালাই। তার কাছ থেকে প্রায় ৫ হাজার টাকার সরকারি ওষুধ জব্দ করা হয়েছে। পরে তার বিরুদ্ধে মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ৩ ছাত্রলীগ নেতার বিচার দাবিতে চবি অফিসার সমিতির কর্মবিরতি
পরবর্তী নিবন্ধদেশে মোট জনসংখ্যার ৫৭ শতাংশ তরুণ