স্পেন ও পর্তুগালে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। এ কারণে সেখানকার জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিপর্যয়ের ফলে সড়কে বিশাল যানজট সৃষ্টি হয়েছে এবং উড়োজাহাজ চলাচলেও বিঘ্ন ঘটছে। পরিস্থিতি সামাল দিতে দুই দেশের ইউটিলিটি অপারেটররা দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে তৎপর হয়েছেন। খবর বাংলানিউজের।
এছাড়া ফ্রান্সের কিছু অংশেও একই বিভ্রাট দেখা দিয়েছে। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি সোমবার (২৮ এপ্রিল) এক প্রতিবেদনে জানায়, বিদ্যুৎ বিপর্যয়ের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। তবে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে, ইউরোপীয় বিদ্যুৎ উৎপাদক ও অপারেটররা জ্বালানি সরবরাহ পুনরুদ্ধার করতে কাজ করছে। এরই মধ্যে স্পেন ও পর্তুগালের সরকার জরুরি মন্ত্রিসভা বৈঠক ডেকেছে এবং ফ্রান্সের কিছু অংশেও বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটেছে। পর্তুগালের ইউটিলিটি সংস্থা আরইএন নিশ্চিত করেছে, পুরো আইবেরিয়ান উপদ্বীপ এবং আংশিকভাবে ফ্রান্স বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে। একই সময়ে স্পেনের গ্রিড অপারেটর রেড ইলেকট্রিকা জানিয়েছে, তারা বিদ্যুৎ পুনরুদ্ধারের কাজ শুরু করেছে এবং ইতোমধ্যে উত্তর ও দক্ষিণাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ কিছুটা পুনরুদ্ধার হয়েছে।
স্পেনের জাতীয় রেলওয়ে কোম্পানি রেনফে জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে জাতীয় পর্যায়ে বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে, যার ফলে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। মাদ্রিদের ট্রাফিক লাইট বন্ধ হয়ে যাওয়ায় শহরের কেন্দ্রে বিশাল যানজট সৃষ্টি হয়েছে। স্পেনের ট্রাফিক কর্তৃপক্ষ (ডিজিটি) জনগণকে অনুরোধ করেছে, জরুরি প্রয়োজন ছাড়া গাড়ি ব্যবহার না করতে। এছাড়া গুরুত্বপূর্ণ ভবনগুলোর চারপাশে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পুলিশ ট্রাফিক নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর রয়েছে।
স্পেনের বিমানবন্দর পরিচালনাকারী সংস্থা এইএনএ জানিয়েছে, বিদ্যুৎ বিভ্রাটের কারণে কিছু বিমানবন্দরে বিঘ্ন ঘটেছে, তবে ব্যাকআপ জেনারেটর চালু রয়েছে। দেশের বিমান চলাচলে দেরি হচ্ছে। মাদ্রিদে মেট্রো পরিষেবাও থমকে গেছে এবং কিছু ট্রেনের যাত্রীরা মেট্রো স্টেশনে আটকা পড়েছেন।