ফাউন্ডেশন ফর অটিজম রিসার্চ এন্ড এডুকেশন ও স্পেক্ট্রা স্কুলের উদ্যোগে সদরঘাটস্থ ফেয়ার ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট মো. জাফর আলমের সভাপতিত্বে ও ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মাহাবুবুল হক খানের সঞ্চালনায় এক মতবিনিময় সভা গত শুক্রবার অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন রোটারি ডিস্ট্রিক্ট গভর্নর ইঞ্জিনিয়ার মতিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন রোটারিয়ান ডা. মঈনুল ইসলাম মাহমুদ। মূখ্য আলোচক ছিলেন ডা. ফাহমিদা ইসলাম চৌধুরী, সম্মানিত অতিথি ছিলেন রোটারিয়ান আবদুল্লাহ মিলন। প্রধান অতিথি অটিজম উত্তরণ আন্দোলনে ফেয়ার ফাউন্ডেশন ও স্পেক্ট্রা স্কুলের অবদানের ভূয়সী প্রশংসা করেন। স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক আবুল হোসেন। অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন ব্যাংকার আবুল কাশেম, স্কুল শিক্ষক চৌধুরী মারজান হাশমী, চৌধুরী নাঈম রহমান, স্কুলের প্রিন্সিপাল রেহানা রিফাত চৌধুরী, কোঅর্ডিনেটর নাসিমা রহমান চৌধুরী, মাজহারুল হক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।