স্পৃহার আবৃত্তিসন্ধ্যা

| সোমবার , ২১ আগস্ট, ২০২৩ at ১১:৫৬ পূর্বাহ্ণ

জাতীয় শোক দিবস উপলক্ষে স্পৃহা আবৃত্তি নীড়ের আয়োজনে গত বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় আবৃত্তি, কথামালা ও স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান। প্রথমে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। স্পৃহার সভাপতি কবি ও আবৃত্তিশিল্পী নিশাত হাসিনা শিরিনের সভাপতিত্বে শুরু হয় আলোচনা পর্ব। আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক ডেইজি মউদুদ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক ও চসিক কায়সারনীলুফার কলেজের অধ্যক্ষ শেখ মোহাম্মদ ওমর ফারুক। বক্তারা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধুর অবদান শ্রদ্ধাভরে স্মরণ করে বলেন, ব্যক্তি ও সাহসে হিমালয়ের সমতুল্য মানুষটির ছিল অসীম সাহস। তিনি শুধু কোনো ব্যক্তির নাম নয়। তাঁর মেধা ও দূুরদর্শী নেতৃত্বের কারণে বাঙালি পেয়েছিল তাদের আত্মপরিচয়ের ঠিকানা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। জনগণের অর্থনৈতিক মুক্তি অর্জনের লক্ষে এবং ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা প্রতিষ্ঠাই ছিল তাঁর স্বপ্ন। আলোচনা পর্বের পর স্বরচিত কবিতা পাঠে অংশ নেন কবি বিজন মজুমদার, কবি মাহবুবা চৌধুরী, কবি রায়হানা হাসিব। পরে কবি নিশাত হাসিনা শিরিনের গ্রন্থনা ও নির্দেশনায় এরপর স্পৃহার বৃন্দ প্রযোজনা ‘সাহস করে কেউ বলেনি জয় বাংলার জয়’ মঞ্চস্থ হয়। এতে অংশগ্রহণ করেন তামান্না, দূর্দানা, রিদয়, মিজান, হুমায়ন, আলআমিন, লাবণ্য, জেরিন, দীপা ও পৃথা। অনুষ্ঠানে একক আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী ফারুক তাহের, বনকুসুম বড়ুয়া, অর্নিবান চৌধুরী, তামান্না, নিঝুম, অদ্রি দে, শ্রীপন্না চৌধুরী, বর্ষা চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন শেখ ফাইরুজ নাওয়াল চৌধুরী দূর্দানা।

পূর্ববর্তী নিবন্ধবাড়তে পারে চমকের শাস্তি, সিদ্ধান্ত কাল
পরবর্তী নিবন্ধবন্ধুর জন্মদিনে ৮ কোটির ফ্ল্যাট উপহার দিলেন মিকা