স্পিনে শক্তি বাড়াল ওয়েস্ট ইন্ডিজ

টি-টোয়েন্টি সিরিজ

স্পোর্টস ডেস্ক | শনিবার , ২৫ অক্টোবর, ২০২৫ at ১১:০৬ পূর্বাহ্ণ

টিটোয়েন্টি সিরিজে চট্টগ্রামের উইকেট মিরপুরের মতো নিশ্চিতভাবেই এতটা স্পিন সহায়ক হবে না। তবে সেখানেও স্পিনারদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বলেই ধরে নিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডের মতো টিটোয়েন্টির জন্যও আরও একজন স্পিনার দলে যোগ করেছে ক্যারিবিয়ানরা। চোটের কারণে ছিটকে পড়া পেসার শামার জোসেফের পরিবর্তে কোনো পেসারকে নেয়নি ওয়েস্ট ইন্ডিজ। বরং বদলি হিসেবে সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার খ্যারি পিয়ের। মিরপুরে ওয়ানডে সিরিজের তিন ম্যাচেই খেলেছেন ৩৪ বছর বয়সী স্পিনার। প্রথম ম্যাচে একটি উইকেট নেওয়ার পর অন্য দুই ম্যাচে আর কোনো উইকেট তিনি পাননি। তাকেই দলের সঙ্গে রেখে দেওয়া হয়েছে টিটোয়েন্টির জন্য। পিয়েরকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের টিটোয়েন্টি স্কোয়াডে বাঁহাতি স্পিনার থাকছে তিনজন। আকিল হোসেন ও গুডাকেশ মোটি আছেন আগে থেকেই। এই তিন বাঁহাতি স্পিনার খেলেছেন ওয়ানডেতেও। আকিল যদিও শুরুতে ওয়ানডে দলে ছিলেন না। পরে চোট পাওয়া দুই পেসার শামার জোসেফ ও জেডিয়াহ ব্লেডসের বদলে পেসার র‌্যামন সিমন্ডস ও স্পিনার আকিলকে যোগ করা হয়। টিটোয়েন্টি সিরিজ খেলতে চট্টগ্রামে এসছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দল। সিরিজের ম্যাচ তিনটি হবে সোমবার, বুধবার ও শুক্রবার।

পূর্ববর্তী নিবন্ধপোলিও নির্মূলে রোটারি ক্লাব অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে
পরবর্তী নিবন্ধফেডারেশন কাপে আবাহনীর রোমাঞ্চকর জয়