স্পিনে পরিকল্পনা, ব্যাটিংয়েও আছে প্রত্যাশা

বাংলাদেশের বিশ্বকাপ শুরু আজ

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ২৪ অক্টোবর, ২০২২ at ৫:৩৭ পূর্বাহ্ণ

টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের অবস্থা একেবারেই নাজুক। সেটা পুরানো কথা। টি-টোয়েন্টি ক্রিকেটটা বাংলাদেশ এখনো ঠিক মত আয়ত্ব করতে পারেনি কিংবা পারছে না এমন কথা শুনতে হচ্ছে প্রতিনয়তই। অবশ্য পরিসংখ্যানও তেমন কথা বলে। তার উপর দলে নানা পরিবর্তন সহ খুব একটা স্বস্তিতে নেই টাইগার শিবির। নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে সবকটি ম্যাচে হারের পর প্রচন্ড চাপ নিয়ে রওয়ানা হয় বিশ্বকাপের দেশ অস্ট্রেলিয়ায়। কিন্তু সেখানে গিয়েও স্বস্তিতে নেই সাকিবরা। বৃষ্টির কারণে অনুশীলনও করা হয়নি ঠিক মত। বলতে গেলে টাইগারদের বিশ্বকাপ শুরুর আগে সবকিছুই যেন একেবারে বিপরীত মুখী। তারপরও স্বস্তির জায়গা একটা রয়েছে। আর তা হচ্ছে বিশ্বকাপ মিশনে বাংলাদেশ শুরুতেই পাচ্ছে অপেক্ষাকৃত কম শক্তিশালী প্রতিপক্ষ নেদারল্যান্ডসকে। যদিও টি-টোয়েন্টি ক্রিকেটে কাউকে বড় কিংবা ছোট প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করার সুযোগ নেই। থাকলে দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে আয়ারল্যান্ডের মত পুচকে দলের কাছে হেরে বিদায় নিতে হতো না। তারপরও স্বস্তি নিয়ে বিশ্বকাপটা শুরু করতে পারছে বাংলাদেশ। অন্তত শুরুতে ভারত, পাকিস্তান কিংবা দক্ষিণ আফ্রিকার মত দলের সামনে পড়তে হচ্ছে না। তবে প্রতিপক্ষ কেমন তার চাইতে বড় ভাবনা এখন বাংলাদেশের একটা জয়। যে জয়টা হয়তো পাল্টে দিতে পারে বাংলাদেশের দেশের ড্রেসিংরুমের আবহ।

জয় দিয়ে বিশ্বকাপ শুরুর পথে অবশ্য চোখ রাঙাচ্ছে বৃষ্টি। হয়তো বৃষ্টি বাগড়া দিতে পারে বাংলাদেশের প্রথম ম্যাচে। তবে আপাতত বাংলাদেশ শিবির সেসব নিয়ে না ভেবে কেবলই ম্যাচটি নিয়ে ভাবছে। কারণ বাংলাদেশের লক্ষ্য যে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা। প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নেদারল্যান্ডস বাছাই পর্ব পেরিয়ে এসেছে সুপার টুয়েলভ রাউন্ডে। অবশ্য সেটাও কিছুটা ভাগ্যের জোরে। আরব আমিরাতের কাছে নামিবিয়া হেরে যাওয়ায় কপাল খুলে ডাচদের। বাংলাদেশ যেমন জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চায় তেমনি ডাচরাও পাওয়া সুযোগটাকে কাজে লাগাতে চায় জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করে।

গত বিশ্বকাপের পর থেকে টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের জয় কেবল চারটি। যার দুটি আবার দুর্বল আরব আমিরাতের বিপক্ষে তাদের মাটিতে। বাকি দুটির একটি জিম্বাবুয়ের বিপক্ষে আর অন্যটি আফগানিস্তানের বিপক্ষে। তারুণ্য নির্ভর দল আর নতুন কোচ শ্রীধরন শ্রীরামের তত্ত্বাধনানে নতুন শুরু চায় টাইগাররা। যদিও গত কয় সিরিজে একাধিক পরীক্ষা নিরীক্ষার পরও বাংলাদেশ দল ঠিক করতে পারেনি ওপেনিং জুটি। অবশ্য দলে রয়েছে একাধিক ওপেনার। শান্ত, সৌম্য, লিটন ও হাল আমলে বেশ কিছু ম্যাচে ওপেন করতে নামা মেহেদী হাসান মিরাজ। তবে কাকে দিয়ে শেষ পর্যন্ত ওপেন করায় বাংলাদেশ সেটা দেখতে অপেক্ষায় থাকতে হচ্ছে আজকের ম্যাচ শুরু পর্যন্ত। এই মুহূর্তে শক্তির বিচারে নিশ্চয়ই এগিয়ে থাকবে বাংলাদেশ। আর পরিসংখ্যানেও এগিয়ে টাইগাররা। কারণ দুদলের তিন মোকাবেলায় যে দুটি জয় বাংলাদেশের। আর বিশ্বকাপের একমাত্র মোকাবেলায় ও জয়টা বাংলাদেশের। তাই অনেকটাই এগিয়ে থেকে আজ মাঠে নামবে বাংলাদেশ। অবশ্য নেদারল্যান্ডসের রয়েছে এই বিশ্বকাপে আজকের ম্যাচের আগে তিনটি ম্যাচ খেলার অভিজ্ঞতা। সেটাকে কাজে লাগাতে নিশ্চয়ই চেষ্টা করবে ডাচরা।

বরাবরই স্পিন দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার পরিকল্পনা থাকে বাংলাদেশের। এবারেও তার ব্যতিক্রম হচ্ছে না। এরই মধ্যে বাংলাদেশ দলের নতুন কোচ শ্রীরাম স্পিন নিয়ে তার পরিকল্পনা নির্ধারণ করে ফেলেছেন। কারণ তার ভান্ডারে অবশ্য সাকিব, নাসুম, মিরাজদের মত অস্ত্র রয়েছে। এখন সে অস্ত্র গুলো ঠিকঠাক ব্যবহার করতে পারলেই হলো। পেস আক্রমণেও বাংলাদেশ পিছিয়ে নেই। নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে পেসাররা বেশ ভালো করেছে। সেখান থেকে অনুপ্রেরণা পেতে পারে তাসকিন, শরীফুল, এবাদত, হাসান মাহমুদরা। তবে ব্যাটিংটা কিছুটা ভোগাচ্ছে টাইগারদের। কারণ একমাত্র সাকিব আর লিটন ছাড়া ফর্মে নেই তেমন কেউ। তারপরও বিশ্বকাপ বলে হয়তো প্রত্যাশার পারদটা একটু বেশি টাইগার শিবিরে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ৩৩ ম্যাচে বাংলাদেশ জিতেছে কেবল ৭ টি ম্যাচ। হেরেছে ২৫ টি। তবে এবারে নতুন শুরু চায় বাংলাদেশ। নিউজিল্যান্ডে খেলে আসায় হোবার্টের ঠান্ডা আবহাওয়ার সাথেও মানিয়ে নিতে পারছে বাংলাদেশ। এখন কেবল মাঠের লড়াইয়ে নিজেদের সেরাটা দেওয়ার অপেক্ষা। বাংলাদেশ সময় সকাল দশ টায় মাঠে গড়াবে ম্যাচটি।

পূর্ববর্তী নিবন্ধআতঙ্ক কাটছে না সীমান্তে
পরবর্তী নিবন্ধস্বামীর সহযোগিতায় ভাশুরের হাতে ধর্ষিত!