বাঁশখালীর প্রবেশদ্বার তৈলারদ্বীপ সেতু থেকে বাঁশখালীর সীমান্তবর্তী টৈইটং পর্যন্ত প্রায় দীর্ঘ ৩৪ কিলোমিটার সড়ক জুড়ে রয়েছে ২৫ থেকে ৩০ টির অধিক স্পিড ব্রেকার। সাধারণত সড়কে দুর্ঘটনা কমাতে স্পিড ব্রেকার দেওয়া হয়।
এক্ষেত্রে প্রধান সড়কে স্পিড ব্রেকার থাকলে উঠে গেছে রং। স্পিড ব্রেকারগুলোর আগে পরে নেই কোনও প্রতীকী চিহ্ন, লেখা নেই কোনও সতর্কবাণী। এই সড়ক দিয়ে যাতায়াতকারী যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। যার কারণে উপকারের চেয়ে ক্ষতিই হচ্ছে বেশি। সাধারণ যানবাহন চলাচলকারীরা প্রতিদিন ছোট–বড় দুর্ঘটনার শিকার হচ্ছে।
তাই কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ, বাঁশখালী রুটে চলাচলকারী যাত্রীদের কথা বিবেচনা করে ছোট–বড় দুর্ঘটনা প্রতিরোধে স্পিড ব্রেকারগুলোতে রং করানো হোক।
চন্দন দেব নাথ
শিক্ষার্থী
ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রাম।