যাত্রীবাহী স্পিডবোট ও সার্ভিস বোটের ভাড়া কমিয়ে যাত্রীসেবা নিশ্চিতকরণের দাবিতে মানববন্ধন করেছে সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগ। গতকাল রোববার দুপুর বারোটায় উপজেলা গেইট চত্বরে আয়োজিত এ মানববন্ধনে উপজেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের শতাধিক নেতৃবৃন্দ অংশ নেন।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহফুজুর রহমান সুমনের সভাপতিত্বে ও সেক্রেটারি সামিউদ্দৌলা সীমান্তের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য প্রদান করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মাঈন উদ্দীন মিশন, সাংবাদিক চারু মিল্লাত, ছাত্রলীগ নেতা নুরনবী শাকিল, ফয়সাল প্রমুখ। আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওমর ফারুক, রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল মাওলা কিশোর, দেলোয়ার হোসেন সন্দ্বীপী, ওমর শরীফ মেম্বার প্রমুখ।
সন্দ্বীপ–চট্টগ্রাম নৌপথে মাত্র ১৫০ টাকায় প্রথম এ রুটে স্পিডবোট চালু করেন উল্লেখ করে উপজেলা পরিষদের চেয়ারম্যান মাঈন উদ্দীন মিশন বলেন, ১৫০ টাকার ভাড়া কীভাবে ৪০০–৫০০ টাকা হয়েছে সেটা জেলা পরিষদ বা ইজারাদার জানেন। মাঝখানে সন্দ্বীপের সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতার উদ্যোগে সে ভাড়া কমে ২৫০ টাকা হলেও রাশিয়া–ইউক্রেন যুদ্ধের অযুহাতে এখন ৩৮০ টাকা করে নেয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলামকে মানবিক মানুষ হিসেবে আখ্যায়িত করে তিনি সন্দ্বীপের সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা ভাড়া কমানোসহ যাত্রী সেবা বৃদ্ধি করার জন্য জেলা পরিষদকে যে ডিও লেটার দিয়েছে সেটিকে গুরুত্ব সহকারে বিবেচনা করার জোর দাবি জানানো হয় মানববন্ধন থেকে।