স্পিকার শিরীন শারমিন চৌধুরীর পদত্যাগ

| মঙ্গলবার , ৩ সেপ্টেম্বর, ২০২৪ at ৫:৫৮ পূর্বাহ্ণ

দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী দেশের পরিবর্তিত পরিস্থিতিতে সংসদ ভেঙে দেওয়ার ২৭ দিন পর গতকাল সোমবার পদত্যাগ করেছেন। গতকাল সন্ধ্যায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত এক গেজেট প্রজ্ঞাপন জারি করা হয়েছে। খবর বাসসের।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংবিধানের ৭৪ () () ধারা অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে স্বাক্ষরযুক্ত পত্রযোগে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তাঁর পদত্যাগপত্রটি রাষ্ট্রপতি কর্তৃক আজ (২ সেপ্টেম্বর, ২০২৪) গৃহীত হয়েছে এবং উক্ত তারিখে এটি কার্যকর হয়েছে।’

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম কলেজে ছাত্রদলের মিছিলে শিক্ষার্থীদের বাধা, হাতাহাতি
পরবর্তী নিবন্ধসিডিএর সদস্য পদ থেকে ৯ জনকে অব্যাহতি