বয়ান শিল্পাঙ্গনের ২য় প্রযোজনা ‘স্পার্টাকাস বিষয়ক জটিলতা’ গত ৩ জুলাই সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউটের গ্যালারি হলে মঞ্চস্থ হয়। এটি নাটকটির প্রথম মঞ্চায়ন। প্রখ্যাত নাট্যকার প্রয়াত মমতাজউদদীন আহমদ রচিত, সায়েম উদ্দীনের পরিকল্পনা ও নির্দেশনায় এবং শান্তনু বিশ্বাস স্মৃতি পর্ষদের সহযোগিতায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন রাইসা, সাজু বড়ুয়া, জহির মামুন, সৌরভ, কবিতা, সুব্রত পাল, পার্থ সারথি দে, রেশমি, সুমি, রিক্তা, প্রাণেশ ও সায়েম উদ্দীন প্রমুখ।
নাটকটির রূপসজ্জা, আলো, আবহ সংগীত, সেট, প্রপস ও টেকনিক্যাল সাপোর্টে ছিলেন শাহীন চৌধুরী, সীমান্ত বড়ুয়া, আজমল নবীন, আব্দুল হান্নান, কবিতা, রক ডায়াস, ফাহিম রায়হান ও সাইম। প্রেস বিজ্ঞপ্তি।