স্পাইকই থাকছেন বিচারকদের নেতা

| শনিবার , ২০ মার্চ, ২০২১ at ১:১৫ অপরাহ্ণ

গেল বছরের মে মাসে বসার কথা ছিলো কান চলচ্চিত্র উৎসবের ৭৩তম আসর। সেই আসরে জুরি বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছিলেন আমেরিকান পরিচালক, চিত্রনাট্যকার, অভিনেতা, সম্পাদক ও প্রযোজক স্পাইক লি। করোনার কারণে শেষ পর্যন্ত উৎসবটি বাতিল হয়। এ বছর ৬ জুলাই বসছে ৭৪তম আয়োজন, পর্দা নামবে ১৭ জুলাই। উৎসবে প্রধান বিচারক হিসেবে থাকছেনই স্পাইক লি ই। এই প্রথম কৃষ্ণাঙ্গ কোনও পরিচালক কানে বিচারকদের সভাপতি হলেন। স্পাইক লি কান চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগের নির্বাচিত ছবিগুলোর মধ্যে কোনটি স্বর্ণ পাম জিতবে তা নির্ধারণ করবেন। তিনি বিজয়ীর হাতে পুরস্কারও তুলে দিবেন।

পূর্ববর্তী নিবন্ধব্র্যাড পিটের বিরুদ্ধে হেনস্তার প্রমাণ দিলেন অ্যাঞ্জেলিনা
পরবর্তী নিবন্ধসাড়া ফেলেছে চঞ্চল-শুভর ‘কন্ট্রাক্ট’