স্থায়ী ক্যাম্পাসের নির্মাণ কাজ শুরু হচ্ছে এপ্রিলে

এশিয়ান ইউনিভার্সিটি

আজাদী প্রতিবেদন | সোমবার , ২১ মার্চ, ২০২২ at ৯:২৩ পূর্বাহ্ণ

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এইউডব্লিউ)’র স্থায়ী ক্যাম্পাসের নির্মাণ কাজ আগামী মাসে (এপ্রিল) শুরু হচ্ছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির নতুন উপাচার্য (ভিসি) ড. রুবানা হক। গতকাল দুপুরে নগরীর এম এম আলী রোডের বিশ্ববিদ্যালয়টির অস্থায়ী ক্যাম্পাসে আয়োজিত এক ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে উপাচার্য এ তথ্য জানান। ড. রুবানা হক বলেন, ২০০৮ সালে প্রতিষ্ঠিত হলেও বিভিন্ন কারণে এতদিন বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের নির্মাণ কাজ শুরু করা সম্ভব হয়নি। কিছু জটিলতা ছিল। সেগুলো আমরা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি। এখন স্থায়ী ক্যাম্পাসের নির্মাণ কাজ আগামী ১৭ এপ্রিল থেকে শুরু করতে পারবো বলে আমরা আশা করছি।
বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের ক্ষেত্রে বাংলাদেশি শিক্ষার্থীরাও স্কলারশিপ সুবিধা পাবেন জানিয়ে উপাচার্য ড. রুবানা হক বলেন, ২০০৮ সালে প্রতিষ্ঠিত এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এমন একটি প্রতিষ্ঠান যা নারী শিক্ষা এবং নেতৃত্বের উন্নয়নে নিবেদিত। আমরা চাই আমাদের দেশের আরো বেশি সংখ্যক মেয়ে শিক্ষার্থী আন্তর্জাতিক পর্যায়ের এ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ পাক। এ জন্যই আমরা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্যও স্কলারশীপের ঘোষণা দিয়েছি। যোগ্যতা সাপেক্ষে সর্বোচ্চ ৬০ শতাংশ পর্যন্ত স্কলারশীপ সুবিধা নিয়ে বাংলাদেশি শিক্ষার্থীরা এখানে পড়ালেখা করার সুযোগ পাবেন।
মিট দ্যা প্রেস অনুষ্ঠানে অন্যান্যের মাঝে ডিরেক্টর (এডমিশন) রেহানা আলম খান, আর্টস এন্ড সাইন্সের ডিন ড. বীনা খুরানা, কলা অনুষদের ডিন ড. ডেভিড টেইলর, ডিন অব স্টুডেন্টস (এক্টিং) সুমন চ্যাটার্জি, ডিরেক্টর (একসেস একাডেমি এন্ড পাথওয়ে) জন রিমারেক, ডিরেক্টর (ফাইন্যান্স) নাজনীন সুলতানা, সহকারী রেজিস্ট্রার তপু চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা: এসএসসি, এইচএসসি ও সমমান পর্যায়ের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫ বা সমতুল্য গ্রেড পেয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করতে পারবে। এসএসসি-এইচএসসি ও সমমান পর্যায়ের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা সর্বোচ্চ ৬০ শতাংশ পর্যন্ত স্কলারশিপ সুবিধা পাবেন।

পূর্ববর্তী নিবন্ধসম্মিলিত আবৃত্তি জোটের ‘চির ভাস্বর চির মহীয়ান’
পরবর্তী নিবন্ধছিপাতলী মাদ্রাসায় সালানা জলসার প্রস্তুতি সভা