চট্টগ্রাম শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে দ্রুত ময়লা-আবর্জনা অপসারণ করতে হবে। এজন্য নতুন মেয়র যেন চসিকের পরিচ্ছন্ন বিভাগের প্রতি কড়া নির্দেশনা দেয় এবং মনিটরিং করে-সে প্রত্যাশা ব্যক্ত করেছেন সবজি বিক্রেতা মোশারফ হোসেন। নতুন মেয়রের কাছে কি প্রত্যাশা করেন? জানতে চাইলে এসব কথা বলেন তিনি।
নগরীর মোমিন রোডে গতকাল কথা হয় মোশারফ হোসেনের সঙ্গে। তার গ্রামের বাড়ি ফেনী। তবে সাত-আট বছর ধরে নগরীর জামালখান এলাকায় থাকছেন। নতুন মেয়রের কাছে নিজের চাওয়া সর্ম্পকে বললেন, বেশি চাওয়া নাই। ছোট চাওয়া, শহরের মানুষকে ভাল রাখতে মেয়র যেন ভালোভাবে কাজ করেন। সিটি কর্পোরেশনকে সুন্দরভাবে পরিচালনা করেন। সবসময় শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। মশা-মাছি বেড়ে গেছে। মশা-মাছি মারার জন্য যে ওষুধ আছে সেগুলো ছিটাতে হবে। এজন্য পরিকল্পনা নিতে হবে মেয়রকে।
তিনি বলেন, সবসময় ময়লা-আবর্জনা পরিষ্কার করতে হবে। যেখানে-সেখানে ময়লা পড়ে থাকলে দেখতেও তো সুন্দর লাগে না। আবার দুর্গন্ধও হয়। এজন্য বিভিন্ন অসুখ হচ্ছে। এ ব্যাপারে ব্যবস্থা নিতে হবে মেয়রকে। আমরাও সাহায্য-সহযোগিতা করবো।
মোশারফ হোসেন বলেন, ভাঙা রাস্তাঘাটও ঠিক করতে হবে মেয়রকে। রাস্তা ভাঙা থাকলে কিন্তু পাবলিকের কষ্ট বেশি হয়। এখন পাবলিক ভোট দিয়ে মেয়র করেছে, তাই পাবলিকের কষ্টটাও দূর করতে হবে মেয়রকে। এ সবজি বিক্রেতা বলেন, অনেক জায়গায় কিন্তু মদ-গাঁজা বিক্রি হয়। এসব খেয়ে এলাকার ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে। সেগুলো বন্ধ করতে হবে।
তিনি বলেন, শহরে স্থায়ীভাবে কাঁচাবাজারের সংখ্যা বাড়ানো দরকার। নির্দিষ্ট বাজার থাকলে লোকজনের জন্য সুবিধা হবে। আবার যারা ব্যবসা করে তারাও যেখানে-সেখানে বা ফুটপাতে বসে আর বিক্রি করবে না। স্থায়ী বাজার হলে সবার লাভ। মাঝেমধ্যে পুলিশ বা সিটি কর্পোরেশন ফুটপাতে বা রাস্তায় ভ্যানগাড়ি দিয়ে সবজি বিক্রি করতে দেয় না। ব্যবসা না হলে পরিবারের সদস্যদের কষ্ট হয়। স্থায়ী বাজার হলে তো আর ব্যবসা না করে থাকতে হতো না।