স্থানীয় রাজনীতি ক্রমশ চাঙ্গা হচ্ছে, বাড়ছে গ্রুপিং-দ্বন্দ্বও

চট্টগ্রামে ইউপি নির্বাচন

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৭ সেপ্টেম্বর, ২০২১ at ১০:৩৬ পূর্বাহ্ণ

শুরু হচ্ছে স্থানীয় পর্যায়ের সবচেয়ে বড় নির্বাচনী আমেজ নিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন। চট্টগ্রামে ১৫ উপজেলায় মোট ১৯২টি ইউনিয়ন পরিষদে নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে। আগামী ২০ সেপ্টেম্বর প্রথম ধাপে সন্দ্বীপে ১২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরপর দ্বিতীয়-তৃতীয়-চতুর্থ এবং পঞ্চম ধাপে পরবর্তী ইউনিয়নগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন চট্টগ্রামে জেলার নির্বাচন কর্মকর্তারা।
চট্টগ্রামে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে স্থানীয় রাজনীতি ক্রমশ চাঙ্গা হয়ে উঠছে। সেই সাথে বাড়ছে গ্রুপিং-দ্বন্দ্ব।
চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় খবর নিয়ে জানা গেছে, প্রতিটি ইউনিয়নে ইউপি চেয়ারম্যান নির্বাচন নিয়ে কমবেশি দ্বন্দ্ব বিরাজ করছে। দিন যতই ঘনিয়ে আসছে সেই দ্বন্দ্ব আরো বাড়ছে।
চট্টগ্রামের ১৯২টি ইউনিয়নের মধ্যে ২১টি ছাড়া অবশিষ্ট ১৭১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য মেয়াদপূর্ণ হয়েছে। এরমধ্যে আগামী ২০ সেপ্টেম্বর সন্দ্বীপ উপজেলার ১২ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। অবশিষ্ট ১৫৯টি ইউনিয়ন পরিষদে ধাপে ধাপে চলতি বছরের মধ্যে এবং কিছুৃ ইউনিয়নে আগামী বছরের শুরুতেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস থেকে জানা গেছে।
চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস থেকে জানা গেছে, বাঁশখালীর ১৪টি ইউনিয়ন, লোহাগাড়ার ৩টি ইউনিয়ন, বোয়ালখালীর ১টি ইউনিয়ন এবং ফটিকছড়ির ৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের জন্য এখনো মেয়াদপূর্ণ হয়নি। অবশিষ্ট সব ইউনিয়নের মেয়াদপূর্ণ হয়েছে।
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে দক্ষিণ চট্টগ্রামের প্রায় উপজেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে গ্রুপিং বাড়ছে। বিশেষ করে বোয়ালখালী, পটিয়া, চন্দনাইশ, সাতকানিয়া-লোহাগাড়া, কর্ণফুলীতে এই গ্রুপিং বেশি। বলতে গেলে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে চাঙ্গা হওয়ার পাশাপাশি স্থানীয় রাজনীতিতে কোন্দল এবং দ্বন্দ্বের কারণে সহিংস ঘটনাও ঘটছে।
দলীয় মনোনয়ন প্রত্যাশীরা অনেক আগে থেকে স্থানীয় এমপি এবং জেলার শীর্ষ নেতাদের সাথে যোগাযোগ বাড়িয়ে দিয়েছেন। গত ১২ বছর ধরে আওয়ামী লীগের দলীয় সরকার ক্ষমতায় থাকায় ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ার জন্য প্রতি ইউনিয়নে একাধিক প্রার্থীর প্রতিযোগিতা চলছে। চট্টগ্রামের বোয়ালখালী, পটিয়া, চন্দনাইশ, সাতকানিয়া ও লোহাগাড়ায় ৮টি ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে এখন থেকে ৩০ জনের বেশি প্রার্থী মাঠে রয়েছেন। একই চিত্র অন্যান্য ইউনিয়নেও।

পূর্ববর্তী নিবন্ধতীব্র যানজটে দিনভর ভোগান্তি
পরবর্তী নিবন্ধমেয়র প্রার্থী সবাই কোর্টে