স্থানীয় দোকানির মারধরে রক্তাক্ত চবি শিক্ষার্থী

চবি প্রতিনিধি | সোমবার , ২১ আগস্ট, ২০২৩ at ৫:৩৮ পূর্বাহ্ণ

তুচ্ছ ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীকে রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করেছে স্থানীয়রা। গতকাল রোববার ভোররাত ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেলক্রসিং এলাকায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা।

মারধরের শিকার শাহরিয়ার শাকিল বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। মারধরে অভিযুক্ত রেলক্রসিং এলাকার মালেক স্টোরের স্বত্বাধিকারী আব্দুল মালেকসহ আরও বেশ কয়েকজন।

অভিযুক্ত আব্দুল মালেক বলেন, ছেলেটি রাত চারটার দিকে আমার দোকানে এসে সিগারেট চায়। আমি সিগারেট দিলে সে টাকা না দিয়েই চলে যেতে চায়। তখন আমার ছেলে ওকে বাধা দিলে বাকবিতণ্ডা হয়।

শিক্ষার্থী শাহরিয়ার শাকিল বলেন, দোকানির সাথে বাকবিতণ্ডা হলে উনি হঠাৎ রড নিয়ে আমাকে আঘাত করতে শুরু করেন। তখন তার সাথে আরো কয়েকজন যুক্ত হয়। আমার মোবাইল ও মানিব্যাগও কেড়ে নেয় তারা।

যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহবুব হাসান বলেন, ভোর রাতে শাকিল রেলক্রসিংয়ের একটি দোকানে যায়। দোকানদার তাকে অশোভনভাবে বের হয়ে যেতে বলে। এ নিয়ে দোকানদারের সঙ্গে তার তর্কাতর্কি হয়। একপর্যায়ে দোকানদার তাকে ‘ডাকাত’ সম্বোধন করে রড দিয়ে মারধর শুরু করলে আশেপাশের আরও কয়েকজন এসে মারধরে যোগ দেয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোহাম্মদ নূরুল আজিম সিকদার বলেন, আমরা বিষয়টি জেনেছি। ভুক্তভোগীর বন্ধুদের বলেছি প্রক্টর অফিস ও থানায় অভিযোগ দিতে। বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ের একটি ছেলেকে রেলক্রসিং এলাকাবাসী স্থানীয় দোকানদার ও তার ছেলেরা মারধর করেছে বলে অভিযোগ পেয়েছি। ভুক্তভোগী গুরুতর আহত হয়েছে। আমরা মীমাংসায় যাইনি। মামলা হবে। মামলা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধসিটি বাস ভয়ংকর!
পরবর্তী নিবন্ধপ্রথমে ৭২টি কন্টেনার, পরে জাহাজটি উদ্ধার হবে