রাঙ্গুনিয়ায় শিলক ইউনিয়ন ভূমি কার্যালয়ের তহশীলদারকে দুর্নীতির অভিযোগে স্থানীয় লোকজনের চাপের মুখে উপজেলা ভূমি কার্যালয়ে নিয়ে আসলেন সহকারী কমিশনার (ভূমি) রাজীব চৌধুরী। অভিযুক্ত তহশীলদারের নাম মো. আবু বক্কর। রোববার (১৩ জুন) বেলা সাড়ে ১২টার দিকে শিলক ইউনিয়ন ভূমি কার্যালয়ে এই ঘটনা ঘটে। তবে ওই ভূমি কর্মকর্তার দাবি- কার্যালয়ে অন্যায় কাজের সুযোগ না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে তাঁর বিরুদ্ধে কয়েকজন ‘দুষ্টুলোক’ অভিযোগ তুলেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান বলেন, ‘ভূমি কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়ে এসিল্যান্ডকে তদন্তের জন্য পাঠানো হয়েছে। দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেয়া হবে।’
সহকারী কমিশনার (ভূমি) রাজীব চৌধুরী বলেন, ‘তদন্তের জন্য শিলক ইউনিয়ন ভূমি কার্যালয়ে গেলে তহশীলদারের ওপর কিছু লোকজনের মারমুখী আচরণ দেখা যায়। কোনো অঘটন ঘটার আগে তাঁকে নিয়ে আসা হয়েছে। তহশীলদারের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে।’ শিলক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম তালুকদার বলেন, ‘তহশীলদার দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের কাছ থেকে অনৈতিকভাবে টাকা হাতিয়ে নিচ্ছেন। শ খানেক মানুষ জড়ো হয়ে তাঁর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে।’
শিলক ইউনিয়ন ভূমি কার্যালয়ের তহশীলদার আবু বক্কর বলেন, ‘নিয়ম-নীতির বাইরে জমির খাজনা মওকুফ করতে চাইলে সুযোগ না দেওয়ায় আমার উপর ক্ষিপ্ত হয়ে কয়েকজন লোক উঠে পড়ে লেগেছে। অন্যায় আবদারের সুযোগ না দেওয়ায় আমি ষড়যন্ত্রের শিকার হচ্ছি।’