জাতীয় সংসদ নির্বাচনের মত এবার স্থানীয় সরকার নির্বাচনেও ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের জন্য কেন্দ্র স্থাপনের বিষয়টি বাদ দিয়েছে নির্বাচন কমিশন। সিটি করপোরেশন, পৌরসভা, জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোনো না কোনো পদে ইভিএম ব্যবহার হয়েছে ২০১০ সাল থেকে। খবর বিডিনিউজের।
এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন এবার নির্বাচনে ইভিএম ব্যবহার করবে না বলে জানিয়েছে। এ ধারাবাহিকতায় ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা, ২০২৫ এ ইভিএমের স্থানীয় সরকার নির্বাচনেও ইভিএম বাদ
জাতীয় সংসদ নির্বাচনের মত এবার স্থানীয় সরকার নির্বাচনেও ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের জন্য কেন্দ্র স্থাপনের বিষয়টি বাদ দিয়েছে নির্বাচন কমিশন। সিটি করপোরেশন, পৌরসভা, জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোনো না কোনো পদে ইভিএম ব্যবহার হয়েছে ২০১০ সাল থেকে। খবর বিডিনিউজের।
এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন এবার নির্বাচনে ইভিএম ব্যবহার করবে না বলে জানিয়েছে। এ ধারাবাহিকতায় ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা, ২০২৫ এ ইভিএমের জন্য ভোট কক্ষ স্থাপনের বিষয়টি আর রাখেনি কমিশন। স্থানীয় সরকার নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা–২০২৫ এর গেজেট ২৬ জুন জারি করা হয়। গতকাল বৃহস্পতিবার ইসির ওয়েবসাইটে তা প্রকাশ করা হয়েছে।
সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনের ভোটকেন্দ্র স্থাপনেও জেলা প্রশাসক ও পুলিশ সুপার নিয়ে গঠিত কমিটি বাদ দিয়ে নিজস্ব কর্মকর্তাদের ক্ষমতা দিয়েছে কমিশন। স্থানীয় সরকার প্রতিষ্ঠানের পাঁচটি আইন ও গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) থেকে ইভিএম ব্যবহার বাদ দেওয়া হয়নি। তার আগেই স্থানীয় সরকার নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালায় ইভিএম বাদ দেওয়া হল। নির্বাচনি আইন বিধি সংস্কারের বিষয়গুলো নিয়ে এখনও ঐকমত্য কমিশনের দিকে তাকিয়ে আছে ইসি।
জন্য ভোট কক্ষ স্থাপনের বিষয়টি আর রাখেনি কমিশন। স্থানীয় সরকার নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা–২০২৫ এর গেজেট ২৬ জুন জারি করা হয়। গতকাল বৃহস্পতিবার ইসির ওয়েবসাইটে তা প্রকাশ করা হয়েছে।
সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনের ভোটকেন্দ্র স্থাপনেও জেলা প্রশাসক ও পুলিশ সুপার নিয়ে গঠিত কমিটি বাদ দিয়ে নিজস্ব কর্মকর্তাদের ক্ষমতা দিয়েছে কমিশন। স্থানীয় সরকার প্রতিষ্ঠানের পাঁচটি আইন ও গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) থেকে ইভিএম ব্যবহার বাদ দেওয়া হয়নি। তার আগেই স্থানীয় সরকার নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালায় ইভিএম বাদ দেওয়া হল। নির্বাচনি আইন বিধি সংস্কারের বিষয়গুলো নিয়ে এখনও ঐকমত্য কমিশনের দিকে তাকিয়ে আছে ইসি।