স্থানীয়দের আসামি করার প্রতিবাদে মানববন্ধন

বাঁশখালীতে হাতি হত্যা মামলা

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ১৩ এপ্রিল, ২০২৫ at ১০:৪৫ পূর্বাহ্ণ

বাঁশখালীর জলদী রেঞ্জের পাইরাং বনবিট এলাকায় বন্যহাতি হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় স্থানীয় সরওয়ার হোসেন ও জাফর আহমদকে আসামি করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার বিকেলে উপজেলার বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া বাজারে সহস্রাধিক মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বৈলছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল, বর্তমান পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিকাশ দত্ত, মোজাম্মেল হক সিকদার, ইউপি সদস্য আবদুল আলীম, রফিক আহমদ, হাসান আলী লেদু, আহমদ হোসাইন, রওশন আলী, সাহাব মিয়া, ফজল করিম, নুরুল কাদের, মো. আরিফ প্রমুখ বক্তব্য রাখেন। মানববন্ধনে বক্তারা বাঁশখালীর জলদী রেঞ্জের পাইরাংয়ের পাহাড়ি এলাকায় বন্যহাতি হত্যার ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে আইনশৃংখলা বাহিনী ও প্রশাসনের প্রতি আহ্বান জানান।সেই সাথে সরওয়ার হোসেন ও জাফর আহমদকে মামলা থেকে অব্যাহতি দেয়ার দাবি জানান। উল্লেখ্য, গত বুধবার উপজেলার জলদী রেঞ্জের পাইরাং এলাকায় বন্যহাতি হত্যার শিকার হয়। হাতিটির দাঁত ও পায়ের নখ কেটে নিয়ে গেছে শিকারিরা। পরে বৃহস্পতিবার পাইরাং বন বিট কর্মকর্তা মো. আলমগীর বাদী হয়ে সরওয়ার হোসেন ও জাফর আহমদসহ ১৮ জনকে অজ্ঞাত আসামি রেখে থানায় মামলা দায়ের করা হয় ।

পূর্ববর্তী নিবন্ধভারত থেকে এলো আরও ৩৬ হাজার মেট্রিক টন চাল
পরবর্তী নিবন্ধমোহাম্মদ জসিম উদ্দিন