স্থল অভিযানের আগে গাজা সিটি সম্পূর্ণ খালি করার নির্দেশ ইসরায়েলের

| বৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর, ২০২৫ at ১১:১৬ পূর্বাহ্ণ

গাজা সিটির সব বাসিন্দাকে অবিলম্বে নগরী ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। বড় ধরনের স্থল অভিযান চালানোর আগে এ নির্দেশ দেওয়া হলো। গাজা সিটিতে আছে প্রায় ১০ লাখ ফিলিস্তিনি। ইসরায়েলের আরবিভাষী মুখপাত্র তাদেরকে দক্ষিণের দিকে সরে যেতে বলেছেন। তিনি বলেন, গাজা সিটিতে থেকে যাওয়া খুবই বিপজ্জনক হবে। খবর বিডিনিউজের।

ইসরায়েল সাম্প্রতিক দিনগুলোতে গাজা সিটিতে বিমান হামলা চালিয়ে অনেক বহুতল ভবন ধ্বংস করেছে। এই বিমান হামলাকে হামাসের শেষ গুরুত্বপূর্ণ ঘাঁটি দখলে মূল সেনা অভিযানের কেবল শুরু বলে মন্তব্য করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এবার স্থল অভিযান চালানোর আগে গাজা সিটি খালি করতে বিমান থেকে লিফলেট ফেলে এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে সেখানকার বাসিন্দাদের বার্তা দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষাবাহিনী আইডিএফ।

পূর্ববর্তী নিবন্ধমোদীর সঙ্গে কথা বলবেন ট্রাম্প, বাণিজ্য চুক্তির বিষয়ে আশাবাদ
পরবর্তী নিবন্ধচীন-ভারতের ওপর ১০০% শুল্ক বসাতে ইইউকে ট্রাম্পের আহ্বান