ভাস্কর্য কেন্দ্র চট্টগ্রামের আয়োজনে ‘দাঁড়’ শিরোনামে একদিনের বিশেষ ভাস্কর্য প্রদর্শনী গতকাল হাটহাজারীর ফতেয়াবাদে অনুষ্ঠিত হয়। মূলত স্থপতি ও ভাস্করের মধ্যে শিল্পচিন্তার মেলবন্ধন ঘটাতেই দশ দিনের আবাসিক ক্যাম্প শেষে এই আয়োজন। ৯ জন ভাস্কর ও স্থপতি মিলে দশ দিনের পারস্পরিক শিল্পভাবনার আদান–প্রদানের ফলই যেন এই প্রদর্শনী। ব্যতিক্রমী এই আয়োজনে শামিল দর্শকরা খুঁজেছেন অনন্য শিল্পগাথাকে। প্রদর্শনীতে অংশগ্রহণকারী নয় শিল্পীর মধ্যে দুজন ভিনদেশি। এদের একজন আরব আমিরাত ও একজন এসেছেন ভারত থেকে। শিল্পীরা বলেন, স্থাপত্য ও ভাস্কর্য যেন একই বাড়ির দুটি কক্ষ। মাঝখানের এক দেয়াল আলাদা করে রেখেছে দুটি শিল্পভাবনাকে। কিন্তু বর্তমান আধুনিক সময়ে এই দেয়ালকে স্বীকার করতে চান না শিল্পী ও স্থপতিরা। এক ও অভিন্ন চোখ দিয়েই দেখতে চান এই সমাজবাস্তবতা। আর সেটিই তুলে ধরতে চান নিজ নিজ সৃষ্টিতে। প্রেস বিজ্ঞপ্তি।










