স্থপতি ও ভাস্করের শিল্প চিন্তার মেলবন্ধন ‘দাঁড়’

| শনিবার , ৩ জুন, ২০২৩ at ৫:৫২ পূর্বাহ্ণ

ভাস্কর্য কেন্দ্র চট্টগ্রামের আয়োজনে ‘দাঁড়’ শিরোনামে একদিনের বিশেষ ভাস্কর্য প্রদর্শনী গতকাল হাটহাজারীর ফতেয়াবাদে অনুষ্ঠিত হয়। মূলত স্থপতি ও ভাস্করের মধ্যে শিল্পচিন্তার মেলবন্ধন ঘটাতেই দশ দিনের আবাসিক ক্যাম্প শেষে এই আয়োজন। ৯ জন ভাস্কর ও স্থপতি মিলে দশ দিনের পারস্পরিক শিল্পভাবনার আদানপ্রদানের ফলই যেন এই প্রদর্শনী। ব্যতিক্রমী এই আয়োজনে শামিল দর্শকরা খুঁজেছেন অনন্য শিল্পগাথাকে। প্রদর্শনীতে অংশগ্রহণকারী নয় শিল্পীর মধ্যে দুজন ভিনদেশি। এদের একজন আরব আমিরাত ও একজন এসেছেন ভারত থেকে। শিল্পীরা বলেন, স্থাপত্য ও ভাস্কর্য যেন একই বাড়ির দুটি কক্ষ। মাঝখানের এক দেয়াল আলাদা করে রেখেছে দুটি শিল্পভাবনাকে। কিন্তু বর্তমান আধুনিক সময়ে এই দেয়ালকে স্বীকার করতে চান না শিল্পী ও স্থপতিরা। এক ও অভিন্ন চোখ দিয়েই দেখতে চান এই সমাজবাস্তবতা। আর সেটিই তুলে ধরতে চান নিজ নিজ সৃষ্টিতে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধট্রাকের পেছনে বাসের ধাক্কা, হেলপারের মৃত্যু
পরবর্তী নিবন্ধবন্দর চেয়ারম্যানের সাথে বাঙ্কার সাপ্লাইয়ার্স এসোর নেতৃবৃন্দের মতবিনিময়