স্থগিত পরীক্ষা গ্রহণের দাবিতে চবি শিক্ষার্থীদের মানববন্ধন

চবি প্রতিনিধি | শুক্রবার , ১৬ অক্টোবর, ২০২০ at ৩:৫৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিভিন্ন বিভাগে আটকে থাকা পরীক্ষাগুলো নেয়ার দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় তারা ‘হয় পরীক্ষা নিন, না হয় চাকরি দিন’, ‘আর কত পরিবারের বোঝা হয়ে থাকবো? পরীক্ষাগুলো সম্পন্ন করে এবার আমাদের বিদায় দিন’, ‘প্রিয় চবি, এ নৈসর্গিক ক্যাম্পাসে পাঁচ বছর হতে চলল, তবু কেন আজও মোরা শুধুই ইন্টারপাশ? ঢাবি, জাবি পারলে চবি কেন পারছে না? ১৬ অক্টোবর খুলছে সিনেমা হল বন্ধ কেন পরীক্ষার হল? লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন। মানববন্ধনে চবি আইন বিভাগের ১৫-১৬ সেশনের শিক্ষার্থী ফোরকানুল আলম বলেন, কবে বিশ্ববিদ্যালয় খুলবে সেটা সম্পূর্ণ অনিশ্চিত। এরকম চলতে থাকলে সামনে সরকারি বেসরকারি অনেক চাকরির আবেদন করারও সুযোগ থাকবে না। অনার্সে মাত্র একটি পরীক্ষা আটকে আছে। ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উক্ত সমস্যা সমাধানে স্বাস্থ্যবিধি মেনে স্থগিত একাডেমিক পরীক্ষাসমূহ গ্রহণের অনুমতি দিয়েছেন। যা সংশ্লিষ্ট শিক্ষার্থীদের জন্য অপরিসীম স্বস্তির। তাই কর্তৃপক্ষের কাছে অনুরোধ আমাদের পরীক্ষার বিষয়ে এরকম একটি উদ্যোগ নিন। এ ব্যাপারে চবি প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া আজাদীকে বলেন, ইতোমধ্যে উপাচার্য ম্যাডামের সাথে আমার কথা হয়েছে। ভাইভা, ব্যবহারিক বা যাদের দু’একটা পরীক্ষা বাকি রয়ে গেছে ওই ব্যাপারে আট-দশদিনের মধ্যে একটা সিদ্ধান্ত আসতে পারে। আমরা বসে আলোচনা করে জানাবো।

পূর্ববর্তী নিবন্ধছুরিকাঘাতে ব্যবসায়ী খুন
পরবর্তী নিবন্ধথাইল্যান্ডে জরুরি অবস্থা উপেক্ষা করে বিক্ষোভ