স্থগিতাদেশ প্রত্যাহার, ইউনিট কমিটি পুনর্গঠনের বাধা কাটল

দক্ষিণ জেলা বিএনপি

মোরশেদ তালুকদার | সোমবার , ৮ মে, ২০২৩ at ৬:০৬ পূর্বাহ্ণ

২০২০ সালের ১৯ ডিসেম্বর ছয়টি ইউনিয়ন নিয়ে উপজেলা মর্যাদায় ‘উত্তর সাতকানিয়া’ নামে একটি সাংগঠনিক ইউনিটের অনুমোদন দেয় কেন্দ্রীয় বিএনপি। এরপর প্রায় আড়াই বছর পার হলেও ওই ইউনিটে কোনো কমিটি গঠন করতে পারেনি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি। তবে ইতোমধ্যে দক্ষিণ জেলার আওতাধীন ১৩টি ইউনিটে (উপজেলা ও পৌরসভা) আহ্বায়ক কমিটি করা হয়েছে। অবশ্য সেখানে কাউন্সিল বা পূর্ণাঙ্গ কমিটি করা হয়নি। এমনকি ইউনিটের আওতাধীন সবগুলো ইউনিয়ন এবং ওয়ার্ডেও কাউন্সিল বা কমিটি হয়নি। এর কারণ হিসেবে দক্ষিণের নেতারা দাবি করে আসছিলেন, কেন্দ্র থেকে পুনর্গঠন প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশনা রয়েছে।

জানা গেছে, গতকাল ওই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্থগিতাদেশ প্রত্যাহারের বিষয়টি চিঠি দিয়ে চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমকে জানিয়েছেন। শামীম আজাদীকে তা নিশ্চিত করেন।

এদিকে স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ায় দলের সাংগঠনিক কার্যক্রমে গতি আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির তৃণমূল কর্মীরা। তারা বলছেন, সাংগঠনিক কমিটি পুনর্গঠন না হওয়ায় পদপদবী না পেয়ে অনেকে হতাশ হয়ে পড়েন। এতে তৃণমূলে সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা বিরাজ করে। এখন পুনর্গঠন প্রক্রিয়া শুরু হলে দলে গতি আসবে। উল্লেখ্য, ২০২২ সালের ৫ অক্টোবর কমিটি পুনর্গঠনে স্থগিতাদেশ দিয়েছিল কেন্দ্র।

জানা গেছে, দক্ষিণ জেলা বিএনপির অধীন সাংগঠনিক ইউনিটগুলোর মধ্যে ৮টি উপজেলা, ৫টি পৌরসভা ও একটি থানা রয়েছে। এগুলো হচ্ছে বাঁশখালী উপজেলা ও পৌরসভা, চন্দনাইশ উপজেলা ও পৌরসভা, লোহাগাড়া উপজেলা, বোয়ালখালী উপজেলা ও পৌরসভা, পটিয়া উপজেলা ও পৌরসভা, সাতকানিয়া উপজেলা ও পৌরসভা, আনোয়ারা উপজেলা, উত্তর সাতকানিয়া (উপজেলা মর্যাদা) এবং কর্ণফুলী থানা।

এর মধ্যে ৯টি ইউনিটে (বোয়ালখালী উপজেলা ও পৌরসভা, পটিয়া উপজেলা ও পৌরসভা, চন্দনাইশ উপজেলা ও পৌরসভা, লোহাগাড়া উপজেলা, বাঁশখালী উপজেলা ও পৌরসভা) ২০২০ সালের ৩১ ডিসেম্বর আহ্বায়ক কমিটি গঠন করা করা হয়। এরপর প্রায় আড়াই বছর পার হলেও ওসব ইউনিটে কাউন্সিল হয়নি। এমনকি ইউনিটের আওতাধীন সবগুলো ইউনিয়ন এবং ওয়ার্ডেও কাউন্সিল বা কমিটি হয়নি। অবশ্য এসব ইউনিটের কমিটি গঠনের পর একটি পক্ষ বিরোধিতা করে। তারা সাতটি ইউনিটে পাল্টা কমিটিও গঠন করে। এর জের ধরে ২০২১ সালের ১০ জানুয়ারি দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, সদস্য অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন ও লিয়াকত আলীকে বহিষ্কার করে কেন্দ্র।

পরে ২০২১ সালের ১৫ আগস্ট কর্ণফুলী থানা এবং ২০২২ সালের ১৪ মে আনোয়ারা উপজেলা, সাতকানিয়া উপজেলা ও সাতকানিয়া পৌরসভায় ইউনিটে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। তবে এসব ইউনিটেও এখন পর্যন্ত কাউন্সিল করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি। এমনকি ইউনিটগুলোর আওতাধীন সবগুলো ইউনিয়ন ও ওয়ার্ডেও কমিটি হয়নি। এর কারণ হিসেবে স্থগিতাদেশের কথা বলা হয়।

প্রতিষ্ঠার পর থেকে কমিটিশূন্য উত্তর সাতকানিয়া : ২০২০ সালের ১ নভেম্বর দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের তৎকালীন সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম রাহী সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর ছয় ইউনিয়ন নিয়ে থানা ও উপজেলা মানের সাংগঠনিক ইউনিট করার প্রস্তাব করেন। লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছেও এ বিষয়ে সিনিয়র নেতাদের মাধ্যমে বার্তা দেন তিনি। এরপর একই বছরের ৫ ডিসেম্বর তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় নতুন সাংগঠনিক ইউনিট প্রতিষ্ঠার প্রস্তাব গৃহীত হয়। তবে নতুন ইউনিটের নাম কি হবে তা সংশ্লিষ্ট এলাকার নেতৃবৃন্দের সাথে আলোচনার মাধ্যমে ঠিক করার সিদ্ধান্ত হয়। পরে ৯ ডিসেম্বর দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী আব্বাস ও সদস্য সচিব মোস্তাক আহমদ খান লিখিতভাবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে নতুন ইউনিটের নাম প্রস্তাব করেন ‘উত্তর সাতকানিয়া’, যা ১৯ ডিসেম্বর অনুমোদন দেয় কেন্দ্র।

অবশ্য দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট মিজানুল হক চৌধুরী, সাতকনিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী এবং ছাত্রদল নেতা আকিল উদ্দীন বিভিন্ন সময়ে উত্তর সাতকানিয়া ইউনিট গঠনে তদবির করেন। কিন্তু কেন্দ্রীয় বিএনপি তখন সাংগঠনিট ইউনিট গঠনে সম্মতি দেয়নি।

এদিকে সাংগঠনিক ইউনিট গঠন হলেও এখন পর্যন্ত কমিটি গঠন করা হয়নি উত্তর সাতকানিয়ায়। অভিযোগ আছে, দক্ষিণ জেলা বিএনপির শীর্ষ নেতাদের মতবিরোধের কারণে কমিটি গঠন করা হয়নি। তবে বিষয়টি অস্বীকার করে আসছেন তারা। বরং কমিটি পুনর্গঠনে কেন্দ্রের স্থগিতাদেশ থাকার কারণে সম্ভব হয়নি বলে দাবি করেন। এখন স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ায় উত্তর সাতকানিয়ায় প্রথমবারের মতো বিএনপির কমিটি গঠনের পথ সুগম হলো।

এ বিষয়ে দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোস্তাক আহমদ খান আজাদীকে বলেন, উত্তর সাতকানিয়ার কমিটি গঠনের সবকিছু প্রায় চূড়ান্ত করে এনেছিলাম। ওই সময় কেন্দ্র পুনর্গঠনের উপর স্থগিতাদেশ দেয়ায় ঘোষণা করতে পারিনি। এখন সবার সবার মতামতের প্রেক্ষিতে ঘোষণা করে দেব। তিনি বলেন, স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ায় উপেজেলা ও পৌরসভায় কাউন্সিল করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। ইউনিয়ন ও ওয়ার্ডেও কমিটি গঠন কার্যক্রম শুরু হবে। এতে সাংগঠনিক গতি আসবে।

পূর্ববর্তী নিবন্ধজনগণের অর্থের সঠিক ব্যয় নিশ্চিত করার নির্দেশ রাষ্ট্রপতির
পরবর্তী নিবন্ধ৭৮৬