স্ত্রী হত্যা মামলায় এবারও জামিন মেলেনি বাবুল আক্তারের

| রবিবার , ১৮ আগস্ট, ২০২৪ at ৩:৪৫ অপরাহ্ণ

স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় প্রধান আসামি সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের করা জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

রোববার (১৮ আগস্ট) চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিনের আদালত এ আদেশ দেন।

দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এ আদালতে গত বুধবার (১৪ আগস্ট) জামিন আবেদন করেছিলেন বাবুল আক্তার। ওইদিন ১৮ পৃষ্ঠার জামিন আবেদন নিয়ে দীর্ঘ এক ঘণ্টা ২০ মিনিট শুনানি হয়।

এতে জামিনের পক্ষে নানা যুক্তি তুলে ধরেন বাবুল আক্তারের আইনজীবীরা। পাশাপাশি জামিনের বিরোধিতা করে পাল্টা যুক্তি তুলে ধরেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। উভয়পক্ষের শুনানি শেষে আদেশের জন্য আজকের দিন ধার্য করেছিলেন আদালত।

চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবদুর রশীদ বলেন, আসামিপক্ষের করা জামিন আবেদনের আমরা বিরোধিতা করেছি। আজ (রোববার) আদালত জামিন নামঞ্জুর করে আদেশ দিয়েছেন।

জানা গেছে, ২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম নগরের নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা খানম মিতু। ওই সময় এ ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচিত হয়। ঘটনার সময় মিতুর স্বামী পুলিশ সুপার বাবুল আক্তার অবস্থান করছিলেন ঢাকায়। ঘটনার পর চট্টগ্রামে ফিরে তৎকালীন পুলিশ সুপার ও মিতুর স্বামী বাবুল আক্তার পাঁচলাইশ থানায় অজ্ঞাতপরিচয়দের আসামি করে একটি হত্যা মামলা করেন।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় নিখোঁজের ২৪ ঘন্টা পর যুবকের লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধছয় বছর পর সস্ত্রীক দেশে ফিরলেন শফিক রেহমান