স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৬ ডিসেম্বর, ২০২০ at ৮:৩১ পূর্বাহ্ণ

নগরীর চকবাজারে ৬ বছর আগে স্ত্রীকে গলা কেটে হত্যার ঘটনায় স্বামী মো. মাসুদকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আমিরুল ইসলাম একমাত্র আসামির উপসি’তিতে এ রায় ঘোষণা করেন। এ সময় রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট মো. আবু ইউসুফ। স্ত্রী হত্যার পর গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা মাসুদ লক্ষ্মীপুর জেলার মৃত আবুল কালামের ছেলে।
আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ মাসুদ আজাদীকে বলেন, ২০১৪ সালের ১৪ এপ্রিল চকবাজারে বাসায় নিজের স্ত্রীকে গলা কেটে হত্যার ঘটনায় চকবাজার থানার মামলায় একমাত্র আসামি মো. মাসুদ। এ মামলায় পুলিশ তদন্ত শেষে আসামির বিরুদ্ধে ৩০২/৩৪ ধারায় অভিযোগ গঠন করে চার্জশিট জমা দেয়। ২০১৫ সালের ১৯ মার্চ আসামির বিরুদ্ধে চার্জ গঠনের মাধ্যমে মামলাটির বিচারকার্য শুরুর আদেশ দেন আদালত। বিচারিক প্রক্রিয়ায় ১৪ সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের সাজা দেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, চকবাজারের মোহাম্মদ আলী শাহ লেইনে স্ত্রী হামিদাকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন আসামি মাসুদ। ২০১৪ সালের ১৪ এপ্রিল সকাল পৌনে ৮টার দিকে কারখানায় যাওয়ার সময় মাসুদের সঙ্গে হামিদার ঝগড়া হয়। একপর্যায়ে মাসুদ তাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে খুন করে লাশ বাথরুমে ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। প্রতিবেশীদের হৈচৈ শুনে বাড়ির কেয়ারটেকার ইসহাক বেরিয়ে মাসুদকে পালাতে দেখেন। এ সময় স’ানীয়রা বাথরুমে হামিদার রক্তাক্ত লাশ দেখে ধাওয়া দিয়ে মাসুদকে চকবাজার কাঁচাবাজারের সামনে থেকে ধরে পুলিশে দেয়। এ ঘটনায় চকবাজার থানায় কেয়ারটেকার ইসহাক বাদী হয়ে মামলা করেন।

পূর্ববর্তী নিবন্ধআত্মসমর্পণের পর কারাগারে দুই সিএন্ডএফ মালিক
পরবর্তী নিবন্ধমুজিববর্ষের মেয়াদ বাড়ল ৯ মাস