স্ত্রীকে হত্যার অভিযোগে নগরীর রেয়াজউদ্দিন বাজার এলাকা থেকে ইদ্রিস মিয়া (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বাকলিয়া থানা পুলিশ। গ্রেপ্তারের পর গতকাল সোমবার দুপুরে তিনি আদালতে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী দেন। পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ইদ্রিস কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার বাসিন্দা। তিনি প্রায় দুই মাস আগে গা ঢাকা দেন। বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন, গত ২৫ জানুয়ারি সন্ধ্যায় স্ত্রী সালেহা বেগমের কাছে হাত খরচের টাকা চায় ইদ্রিস। এ সময় সালেহা টাকা দিতে অস্বীকৃতি জানালে ছোরা দিয়ে কপালে ও নাকে আঘাত করে ইদ্রিস। পরে ছেলেমেয়েরা সালেহাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় বাকলিয়া থানায় একটি হত্যা মামলা হয়েছিল।