স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে ধরলো র‌্যাব

| সোমবার , ১৫ মে, ২০২৩ at ১:২২ অপরাহ্ণ

চট্টগ্রামে স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি তোফায়েল আহমেদকে গ্রেপ্তার করেছে র‌্যাব-০৭। সোমবার (১৫ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার।

তিনি বলেন, দীর্ঘ দিন আত্মগোপনে থাকা তোফায়েল ফটিকছড়ির বাবুনগরে অবস্থান নিয়েছে খবর পেয়ে রোববার রাত আড়াইটায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করি।

জানা গেছে, ১৯৯৯ সালের ১৩ জুন চট্টগ্রামের ফটিকছড়ির দৌলতপুর এলাকায় পারিবারিক কলহের জেরে খুন হন নুরনাহার নামের এক গৃহবধু। এ ঘটনায় ভিকটিমের ভাই জহুরুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে পুলিশ নিহত নারীর স্বামী তোফায়েল আহমেদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।

গত ৮ মে জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল চট্টগ্রামের বিচারক মো. সেলিম মিয়ার আদালত ৯ জন স্বাক্ষীর সাক্ষ্য দান শেষে তোফায়েলকে যাবজ্জীবন সাজা দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

তোফায়েল আহমেদ ফটিকছড়ির বাবু নগরের মরহুম নুরুজ্জামানের সন্তান। স্ত্রী হত্যার দায়ে তিনি পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে জামিনে গিয়ে আত্মগোপন করেন। তাকে গ্রেপ্তার করে র‌্যাব ফটিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

পূর্ববর্তী নিবন্ধচিত্রনায়ক ফারুক আর নেই
পরবর্তী নিবন্ধটেকনাফ থেকে সেন্টমার্টিনে ফিরছেন স্থানীয়রা, চলছে ঘর মেরামতের কাজ