পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও বান্দরবান স্থানীয় সংসদ সদস্য বীর বাহাদুর, তার স্ত্রী এবং তিন সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব আদালত এ আদেশ দেন। আবেদন মঞ্জুরের পক্ষে শুনানি করেন পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর। পরে আদালত আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।
দুদকের তথ্য মতে, বীর বাহাদুর উশৈসিং এর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কোটি কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান করছে দুদক। তদন্ত সংস্থাটির ভাষ্য, বীর বাহাদুর ও তার পরিবারের সদস্যরা দেশত্যাগের চেষ্টা করছেন। অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেয়া প্রয়োজন। বীর বাহাদুর ছাড়াও আরও যাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে তারা হলেন– তার স্ত্রী মেহ্লা প্রু, তাদের ছেলে উসিং হাই রবিন বাহাদুর, থোওয়াই শৈ ওয়াং এবং কন্যা ম্যাম্যা খিং ভেনাস। তবে মন্ত্রীর দুই ছেলে বর্তমানে দেশের বাইরে রয়েছেন বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগের আমলে ১৯৯১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত একটানা ৩০ বছর বান্দরবান ৩০০ নম্বর সংসদীয় আসনে সংসদ সদস্য হয়েছেন বীর বাহাদুর। মধ্যখানে তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুবছর ক্ষমতায় ছিলেন না শুধু। এ দীর্ঘ সময় তিনি ও তার পরিবার দুর্নীতির মাধ্যমে বিপুল বিত্ত বৈভবের মালিক হন।